For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NEET-এ OBC সংরক্ষণ বজায় রাখল সুপ্রিম কোর্ট

NEET-এ OBC সংরক্ষণ বজায় রাখল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

উচ্চ স্কোরই সবসময় মেধার বিচারের একমাত্র মাপকাঠি নয়, বৃহস্পতিবার এরকমই মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত৷ একইসঙ্গে সুপ্রিম কোর্ট ২০২১-২২-এর জন্য নিট স্নাতক এবং স্নাতকোত্তর ভর্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য সংরক্ষণের অনুমতির আদেশকে আবারও বহাল রেখেছে!

NEET-এ OBC সংরক্ষণ বজায় রাখল সুপ্রিম কোর্ট

দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার বেঞ্চ জানিয়েছে, সামাজিক ও অর্থনৈতিক পটভূমিও মেধা নিচারের ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক হওয়া উচিত। অনগ্রসরতার প্রতিকারে সংরক্ষণের ভূমিকাকে অস্বীকার করা যায় না। সংরক্ষণ কখনোই মেরিটের (যোগ্যতার) সঙ্গে বিরোধিতা করে না। বরং সামাজিক ন্যায়বিচারের বন্টনমূলক ব্যবস্থাকে বাড়িয়ে তোলে।

আদালত আরও ঘোষণা করেছে যে নিট-পিজিতে ভর্তির জন্য অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীভুক্তদের (ইডব্লুএস) সংরক্ষণে কোনও স্থগিতাদেশ থাকবে না এবং চলমান নিয়মেই (৮ লক্ষ বার্ষিক আয় কাট-অফ) চলতি ভর্তি বছরে প্রযোজ্য হবে।

সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও জানিয়েছে, এই পর্যায়ে বিচার বিভাগীয় হস্তক্ষেপের কারণে এই বছরের জন্য ভর্তি বিলম্বিত হতে পারে তাই ২০২১-২২ এ ব্যাচের জন্য রিজার্ভেশনে কোনও স্থগিতাদেশ থাকছে না৷ আমরা এখনও মহামারীর মধ্যে আছি। ডাক্তার নিয়োগে বিলম্ব মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিক্রিয়াকে প্রভাবিত করবে।

বেঞ্চ আরও বলেছে যে রিজার্ভেশনের জন্য নির্ভরযোগ্য উপাদান এবং দরিদ্র এবং দরিদ্রতম চিহ্নিতকরণের বিষয়ে সমস্ত পক্ষের কথা না শুনে সংরক্ষণের উপর কোনও আদেশ দেওয়া সম্ভব হবে না। এ বিষয়ে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৫(৪) এবং ১৫(৫) উদ্ধৃত করেছেন বিচারপতিরা৷ দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব, এবং সর্বোচ্চ ক্ষমতাকে প্রতিফলিত করে না। পরীক্ষার্থীদের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সুবিধা প্রতিফলিত করে না পরীক্ষাগুলি, যা কিছু শ্রেণীর জন্য সঞ্চিত হয়ে রয়েছে৷ EWS রিজার্ভেশন এবং তার যোগ্যতার বৈধতা নিয়ে শীর্ষ আদালত মার্চের তৃতীয় সপ্তাহে শুনানি করবে বলে জানিয়েছে। সুপ্রিম কোর্ট ২০২১-২২ সালে নিট-পিজি ভর্তির জন্য মেডিকেল কাউন্সেলিং পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে। এবং এখানে ২৭ শতাংশ ওবিসি এবং ১০ শতাংশ ইডব্লিউএস কোটাও বহাল রেখেছে।

English summary
The Supreme Court upheld the OBC reservation in NEET
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X