মোরেটরিয়াম পিরিয়ডে মুকুব হবে সুদ! কেন্দ্রকে এই বিষয়ে কী বলল সুপ্রিমকোর্ট?
অর্থনীতিকে চাঙ্গা করতে ও বাজারে নগদ অর্থের যোগান বাড়াতে সব ধরনের ঋণের উপর তিন মাসের মোরেটরিয়াম দেওয়ার অনুমতি দেয় আরবিআই। পরে সই মেয়াদ বাড়িয়ে ছয় মাস করা হয়। অর্থাৎ এই সময়কালে জন্য ইএমআই না দেওয়ার অনুমতি দিল আরবিআই। তবে পরবর্তীতে এই ইএমআই আপনাকে দিতে হবে। পাশাপাশি গুনতে হবে ইন্টারেস্টও।

মোরেটরিয়ামের অর্থ কী?
মোরেটরিয়াম মানে আপনার ঋণ একেবারে মুকুব করা না। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইএমআই-এর পরিমাণ এখন না নেওয়া। তিন মাসের সময়সীমা শেষ হলে পরে অন্য একটি নির্ধারিত সময়ে আপনাকে সেই ইএমআই-এর পরিমাণ জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কোনও পেনাল্টি দিতে হবে না। তবে ইন্টারেস্ট দিতে হবে।

কেন্দ্রকে যা বলল সুপ্রিমকোর্ট
এই পরিস্থিতিতে এদিন সুপ্রিমকোর্ট একটি মামলার প্রেক্ষিতে বলে, 'আমরা এক অভাবনীয় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময় অর্থনীতি সচল রাখতে ও মানুষের বোঝা কমাতে যেই মোরেটরিয়াম দেওয়া হয়েছে সেই সময় ইন্টারেস্ট চার্জ করা খুব গুরুতর একটি বিষয়।' এরপর এই বিষয়ে কেন্দ্রের থেকে এই বিষয়ে সদার্থক জবাব চেয়ে পাঠায় শীর্ষ আদালত।

কোন কোন ক্ষেত্রে মোরেটরিয়াম প্রযোজ্য ?
ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ, গাড়ি ঋণ, শিক্ষা ঋণ ছাড়াও এসি, ফ্রিজ, মোবাইল ফোন কেনার ক্ষেত্রে নেওয়া ঋণের ক্ষেত্রেও এই মোরেটরিয়াম প্রযোজ্য হবে। তবে ক্রেডিট কার্ডে কেনা বস্তুর ইএমআই-এর আওতায় আসবে না।

শ্রমিকদের মজুরি প্রদানের বিষয় নিয়ে শীর্ষ আদালতকে কেন্দ্রের জবাব
এদিকে এদিন অপর একটি মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতকে কেন্দ্র জানায়, লকডাউনের সময় শ্রমিকদের মজুরি প্রদানের বিষয়টি সম্পূর্ণ কর্মী ও নিয়োগকর্তার মধ্যেকার ব্যাপার। প্রসঙ্গত, লকডাউনের সময় সংস্থার মালিককে কর্মীদের পুর বেতন দেওয়া বাধ্যতামূলক এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। এই নির্দেশের একদিন পরই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল সংস্থাগুলি। সুপ্রিম কোর্ট এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলেছিল। সেই জবাবেই কেন্দ্র এই কথা জানিয়েছে।

কবে ভারতে আনা যাবে বিজয় মালিয়াকে? প্রত্যর্পণ নিয়ে মুখ খুলল ব্রিটেন!