• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মুসলিম প্রতিনিধি দলের আবেদন শুনলেও, জ্ঞানব্যাপীর ভিডিওগ্রাফিতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Google Oneindia Bengali News

সম্প্রতি জ্ঞানব্যাপী মসজিদের অভ্যন্তরে একটি সমীক্ষা চালানো ও ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছে বারাণসী আদালত। এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিমদের একটি প্রতিনিধি দল৷ শুক্রবার, বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে মুসলিম প্রতিনিধিদলের আবেদন শুনতে রাজি হয়েছে সুপ্রিমকোর্ট৷ কিন্তু জ্ঞানব্যাপী মসজিদের অভ্যন্তরে হওয়া ভিডিওগ্রাফি স্থগিত করার নির্দেশ দেয়নি দেশের সর্বোচ্চ আদালত! অন্যদিকে জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে মুখ খুলেছেন এআইএমআইএম দলের প্রধান আসাদউদ্দিন ওয়েসি৷ তিনি বলেছেন, 'আমরা বাবরি মসজিদ হারিয়েছি, আর কোনও মসজিদ হারাতে চাই না!

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম প্রতিনিধি দল!

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম প্রতিনিধি দল!

সম্প্রতি বারাণসী জেলা আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে৷ বারাণসী জেলা আদালত একজন অ্যাডভোকেট কমিশনারকে বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে জ্ঞানব্যাপী মসজিদে একটি ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল। এরপরই আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ কমিটির আপিল নিয়ে ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) এনভি রমনার সামনে উপস্থিত হয়েছিলেন সিনিয়র আইনজীবী হুজেফা আহমাদি।

কী বলছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া মুসলিম প্রতিনিধিদের উকিল!

কী বলছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া মুসলিম প্রতিনিধিদের উকিল!

আইনজীবী হুজেফা আহমাদি বলেছেন,
আমরা একটি সমীক্ষার বিষয়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছি৷ যেটি বারাণসী আদালত কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছে, জ্ঞানব্যাপী মসজিদের জন্য। এটি (জ্ঞানব্যাপী) প্রাচীনকাল থেকেই একটি মসজিদ এবং এটি উপাসনার স্থান আইন দ্বারা স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।' তিনি আরও বলেছেন, জ্ঞানব্যাপীতে একটি সমীক্ষার নির্দেশ দিয়েছে আদালত, আমরা সেই আদেশের স্থগিতাদেশ চাইছি! সিআইজে জানিয়েছেন বলেছেন যে তিনি পিটিশন এবং নথি পরীক্ষা করে তালিকা করবেন।

ঠিক কী বলেছেন CJI রমনা?

ঠিক কী বলেছেন CJI রমনা?

সংবাদমাধ্যমের খবর, প্রধান বিচারপতি বলেছেন, 'এই মামলা সম্পর্কে আমার কোন ধারণা নেই। আমাকে কাগজপত্র দেখতে দিন। আমরা এটি তালিকাভুক্ত করব।' বৃহস্পতিবার বারাণসী জেলা আদালত একটি ভিডিও সমীক্ষা পরিচালনার জন্য নিযুক্ত অ্যাডভোকেট কমিশনারকে প্রতিস্থাপন করার জন্য মসজিদ কমিটির একটি আবেদন প্রত্যাখ্যান করেছিল। আদালত অবশ্য মসজিদে জরিপ চালাতে অ্যাডভোকেট কমিশনারকে সহায়তা করার জন্য আরও দুজন আইনজীবী নিয়োগ করেছেন। আদালত এমনকি পুলিশকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে যদি অনুশীলনটি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় এবং নির্দেশ দেওয়া হয়

জ্ঞানব্যাপী ইস্যুতে সমস্যার শুরু কোথায়?

জ্ঞানব্যাপী ইস্যুতে সমস্যার শুরু কোথায়?

গতবছর জ্ঞানব্যাপী মসজিদের দেওয়ালের বাইরে হিন্দু দেবদেবীর মূর্তি পুজোর অনুমতি চেয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির পাঁচ মহিলা৷ সেই আবেদনের ভিত্তিতে সম্প্রতি জ্ঞানব্যাপীতে ভিডিওগ্রাফিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত! প্রসঙ্গত, প্রতিদিন হিন্দু দেবদেবীর পূজা করতে চাওয়া জ্ঞানব্যাপী মসজিদের বাইরের দেয়ালের অংশটি বর্তমানে বছরে একবার নামাজের জন্য খোলা হয়! ১৮ এপ্রিল ২০২১-এ এই পাঁচ মহিলারা আদালতে আবেদনও করেছিলেন মসজিদের দেওয়ালে থাকা প্রতিমাগুলির কোনও ক্ষতি যাতে না হয় সে বিষয়টি যেন দেখে কোর্ট!

বারাণসী আদালতের রায় উপাসনা স্থান আইন ১৯৯১ লঙ্ঘন করে, দাবি AIMIM প্রধান ওয়েসির!

বারাণসী আদালতের রায় উপাসনা স্থান আইন ১৯৯১ লঙ্ঘন করে, দাবি AIMIM প্রধান ওয়েসির!

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার জ্ঞানব্যাপী মসজিদের রায়কে উপাসনাস্থল আইন ১৯৯১-এর 'স্পষ্ট লঙ্ঘন' বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন এই আইন অনুসারে, 'কোন ব্যক্তি কোন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বা তার কোন অংশকে একই ধর্মীয় সম্প্রদায়ের ভিন্ন অংশের বা ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বা তার কোন বিভাগের উপাসনালয়ে রূপান্তর করতে পারবে না।'

আর মসজিদ হারাতে চান না ওয়েসি!

আর মসজিদ হারাতে চান না ওয়েসি!

আইমিম প্রধানের দাবি বারাণসী আদালতের নির্দেশ,উপাসনাস্থল আইন ১৯৯১-এর স্পষ্ট লঙ্ঘন। এটি বাবরি মসজিদ শিরোনাম বিতর্কে দেওয়া সুপ্রিম কোর্টের রায়কেও লঙ্ঘন করে৷ সংবাদমাধ্যমকে ওয়াইসি বলেছেন, তিনি বাবরি মসজিদের পরে আরও একটি মসজিদ হারাতে চান না! তিনি বলেন, 'এটি উপাসনাস্থল আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আমি আশা করি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে যাবে। আমরা একটি বাবরি মসজিদ হারিয়েছি এবং আমি আরেকটি মসজিদ হারাতে চাই না।'

আর তিনদিন পরেই আন্দামানে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু, এবার আগেই বর্ষা শুরুর ইঙ্গিত IMD-রআর তিনদিন পরেই আন্দামানে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু, এবার আগেই বর্ষা শুরুর ইঙ্গিত IMD-র

English summary
the Supreme Court did not suspend the videography of Gayanbapi mosque
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X