For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের আর্থিক দুর্দশার জন্য মোদী সরকারকেই দায়ী করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

দেশের অন্যতম অর্থনীতিবিদদের মধ্যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবেও তাঁর নাম রয়েছে।

Google Oneindia Bengali News

দেশের অন্যতম অর্থনীতিবিদদের মধ্যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবেও তাঁর নাম রয়েছে। দেশের এই আর্থিক দুরবস্থা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মনমোহন সিং। তিনি অভিযোগ করেছেন, এই পরিস্থিতি তৈরি করেছে মোদী সরকার।

মনমোহন সিংয়ের অভিযোগ

মনমোহন সিংয়ের অভিযোগ

দেশের ধুঁকতে থাকা অর্থনীতির জন্য দায়ী মোদী সরকার। সরাসরি এমনই অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মতে দেশকে এই দুর্দশার দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকারই। সেকারণেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না দেশ। সেটা অত্যন্ত কঠিন বলেও দাবি করেছেন তিনি। অর্থনীিতর এই পতন দেশের পক্ষে একেবারেই শুভ নয়। এবং দেশবাসীর পক্ষে সেটা বহন করাও কঠিন বলে দাবি করেছেন তিনি।

মোদীকে অনুরোধ

মোদীকে অনুরোধ

সরকারই দেশের আর্থিক দুরবস্থার জন্য দায়ী হলেও মোদীকেই তিনি অনুরোধ করেছেন রাজনীতির উর্ধ্বে উঠে দেশকে এই পরিস্থিতি েথকে বের করা। এই তৈরি করা আর্থিক সংকট কাটানোর জন্য মোদীকে অনুরোধ করেছেন তিনি। এই মনমোহন সিংই নরসীমা রাওয়ের আমলে দেশের আর্থিক সংস্কার করেছিলেন। তাই তাঁর মতামত যে ভ্রান্ত হবে না সেকথা অনেকেই মনে করেন। কিন্তু মোদী সেকথা শুনবেন তো?

চরম আর্থিক সংকটে দেশ

চরম আর্থিক সংকটে দেশ

নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই দেশের আর্থিক অবস্থা পড়তে শুরু করে। শেয়ার বাজারে লাগাতার পতন। টাকার দামের রেকর্ড পতন। জিডিপির পতন। বাড়তে থাকা মূদ্রাস্ফীতি। একের পর এক ধাক্কা আসতেই চলেছে দেশের অর্থনীতিতে। পরিস্থিতি ভীষণভাবে উদ্বেগজনক বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। সেটা লাগাতার চার মাস ধরে চলে আসছে। কিছুতেই শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে না। টাকার দামেও কোনও পরিবর্তন আসছে না।

পরিস্থিতি সামাল দিলে প্রধানমন্ত্রী নিজে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন। আর্থিক স্থিরতা আনতে একাধিক নয়মে শীথিল করা হয়েছে। আরবিআই রেপোরেট কমিয়েছে কিন্তু তারপরেও কোনও পরিস্থিতি বদল হচ্ছে ন। এদিকে আরবিআইয়ের বার্ষিক রিপোর্টে তহবিলে ঘাটতির পরিমান প্রকাশ্যে আসতেই আশঙ্কার প্রহর গুণতে শুরু করেছেন অর্থনীতিবিদরা।

<strong>[আরও পড়ুন ১৪ লাখ বেআইনি শরণার্থীকে বাংলাদেশে ফেরাতে চান বিজেপি মন্ত্রী]</strong>[আরও পড়ুন ১৪ লাখ বেআইনি শরণার্থীকে বাংলাদেশে ফেরাতে চান বিজেপি মন্ত্রী]

[আরও পড়ুন: 'শশীর সঙ্গে সুনন্দার মারপিট দুবাইতেও হয়েছিল', মৃত্যু তদন্তে আদালতে উঠে এলো তৃতীয় মহিলার নামও][আরও পড়ুন: 'শশীর সঙ্গে সুনন্দার মারপিট দুবাইতেও হয়েছিল', মৃত্যু তদন্তে আদালতে উঠে এলো তৃতীয় মহিলার নামও]

English summary
The state of the economy today is deeply worrying, says Manmohan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X