
ভারতে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে আমেরিকার রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলল বিদেশমন্ত্রক
ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২১ সালের বিভিন্ন ঘটনার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে তারা। তবে এই রিপোর্ট এককথায় ভিত্তিহীন দাবি করেছে ভারত। তাদের দাবি, আন্তর্জাতিক রাজনীতিতে ভোটব্যাঙ্কের রাজনীতি করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

কী বললেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র?
আমেরিকার এই রিপোর্টের কড়া জবাব দিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি৷ তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্টটি পড়েছি আমরা। সেই রিপোর্টে সিনিয়র মার্কিন আধিকারিকরা ভিত্তিহীন কিছু মন্তব্য করেছেন। আন্তর্জাতিক মহলেও ভোটব্যাঙ্ক রাজনীতির ছায়া পড়ছে, এটা অনভিপ্রেত। আমরা চাইব, যে বিভ্রান্তিকর তথ্য থেকে এই রিপোর্ট প্রস্তুত হয়েছে তা যেন এড়িয়ে যাওয়া হয়৷'

কী রয়েছে রিপোর্টে?
গত ২রা জুন এই রিপোর্টটি পেশ করে আমেরিকা। তাতে উল্লেখ করা হয়, ২০২১ জুড়ে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ, হত্যা করা হয়েছে। রিপোর্টে লেখা আছে, 'ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নেমে এসেছে ভারতে। এর মধ্যে গো-হত্যার কারনে আক্রমণের ঘটনাও রয়েছে৷ গো-হত্যার অভিযোগে কিংবা গরুর মাংস বিক্রির অভিযোগে আক্রমণ করা হয়েছে।

ভারতে হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে জেলে যেতে হয়!
আমেরিকা প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভারতে, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মের প্রতি আপত্তিকর বলে বিবেচিত মন্তব্য করার জন্য পুলিশ অহিন্দুদের গ্রেপ্তার করেছে। মার্কিন প্রতিবেদনে এই দাবির প্রতিক্রিয়া জানিয়ে, বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, ভারত স্বাভাবিকভাবে বহুত্ববাদী সমাজ হিসাবে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারকে মূল্য দেয়। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনায়, আমরা সেখানে উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেছি৷ যার মধ্যে জাতিগত ঘৃণামূলক অপরাধ এবং বন্দুক নিয়ে হিংসার বিষয়গুলি রয়েছে।'
ভারতে মানুষ ও উপাসনালয়ের উপর আক্রমণ বাড়ছে, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিঙ্কেনের