For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলএসি ও এলওসি-তে পরিস্থিতি শান্ত, জানালেন নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

এলএসি ও এলওসি-তে পরিস্থিতি শান্ত, জানালেন নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

  • |
Google Oneindia Bengali News

লাইন অফ কন্ট্রোল এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তারিত তথ্য দিলেন নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। রবিবার পান্ডে সংবাদমাধ্যমকে বলেন যে এলএসি ও এলওসি-র পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে চ্যালেঞ্জগুলিকে চিহ্নিত করে, সেনাপ্রধান বলেছেন, ভারত চিনকে স্পষ্ট করে দিয়েছে যে তারা এলএসি-তে যে স্থিতাবস্থা রয়েছে তাতে কোনও পরিবর্তনের অনুমতি দেবে না। এলওসির কাছাকাছি আপাতত কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনও ইঙ্গিত নেই বলেও জানিয়েছেন সেনাপ্রধান৷

ঠিক কী বললেন সেনাপ্রধান?

ঠিক কী বললেন সেনাপ্রধান?

পান্ডে বলেছেন, আমাদের প্রতিপক্ষের দ্বারা একতরফা এবং উস্কানিমূলক কাজগুলি বন্ধ করানোর লক্ষ্যে পর্যাপ্ত জবাব দেওয়া হয়েছে বলে আমি মনে করি৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেনাপ্রধান পান্ডে বলেছেন, গত দু'বছরে, ভারতীয় সেনাবাহিনী ক্রমাগত হুমকির জবাব দিয়েছে৷ বাহিনীকে পুনর্গঠন ও পুনর্বিন্যাস করেছে। আমাদের সৈন্যরা সীমান্তে (এলএসি) দৃঢ় অবস্থানে রয়েছে। দেশ রক্ষার ব্যাপারে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।'

আরও যা বললেন সেনাপ্রধান পান্ডে!

আরও যা বললেন সেনাপ্রধান পান্ডে!

এদিন মনোজ আরও বলেন, ভারত ও চিনের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে। আমরা বিশ্বাস করি এটিই সমস্যা সমাধানের পথ। আমরা আত্মবিশ্বাসী যে আমরা অন্য পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি চলমান সমস্যাগুলির একটি সমাধান খুঁজে পাব। তিনি আরও যোগ করেছেন, সেনাবাহিনীর লক্ষ্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা হ্রাস করা এবং যত তাড়াতাড়ি সম্ভব স্থিতাবস্থা পুনরুদ্ধার করা।

সীমান্তে হিংসা কমেছে!

সীমান্তে হিংসা কমেছে!

এলওসির পরিস্থিতি সম্পর্কে, সেনাপ্রধান বলেন, এলওসির উভয় পাশের মাটিতে অসামরিক জনগণের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পাকিস্তানে সীমান্ত সংলগ্ন সন্ত্রাসবাদী প্রচেষ্টা এবং সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির হ্রাসের ঘটনা কিংবা পরিস্থিতি উন্নতির কোনও প্রমাণ বা লক্ষণ নেই। বরং আমরা দেখতে পাচ্ছি যে ওপারে সন্ত্রাসীদের কর্মকাণ্ডের সংখ্যা বেড়েছে। যদিও এলওসি-তে অনুপ্রবেশ এবং হিংসতার মাত্রা কমেছে কিন্তু সীমান্তের ওপারে সেই প্রভাবের কোনও চিহ্ন নেই!

ইউরোপে দাঁড়িয়েই ইউক্রেন ইস্যুতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী! জানালেন বিদেশসচিব বিনয় ইউরোপে দাঁড়িয়েই ইউক্রেন ইস্যুতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী! জানালেন বিদেশসচিব বিনয়

English summary
The situation in LAC and LOC is calm, said new army chief Manoj Pandey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X