For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ বিজেপির আকাশে সিঁদুরে মেঘ! আরএসএসের 'গোপন রিপোর্টে' কে কত

ফাঁস হয়ে গেল আরএসএসের গোপন রিপোর্ট। আরএসএসের সমীক্ষা বিজেপির জন্য সিঁদুরে মেঘ বয়ে আনল। যদিও এই সমীক্ষার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি।

Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন সংবাদ চ্যানেল বা সমীক্ষক সংস্থা তাদের সমীক্ষায় এগিয়ে রাখছে বিজেপি তথা এনডিএকেই। সম্প্রতি আন্তর্জাতিক চার সংস্থার সমীক্ষা দেখিয়েছে এবার এনডিএকে টেক্কা দিয়ে ইউপিএ এগিয়ে থাকবে। এবার ফাঁস হয়ে গেল আরএসএসের গোপন রিপোর্ট। আরএসএসের সমীক্ষা বিজেপির জন্য সিঁদুরে মেঘ বয়ে আনল। যদিও এই সমীক্ষার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি।

আরএসএসের সমীক্ষায় সিঁদুরে মেঘ

আরএসএসের সমীক্ষায় সিঁদুরে মেঘ

আরএসএসের ওই গোপন সমীক্ষায় প্রকাশ বিজেপি বড়জোর ১৪০টি আসন পাবে। এনডিএ সাকুল্যে ১৮২টি। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পাবে ২১৬টি আসন। সেখানে অন্যান্যদের ঝুলিতে যাবে ১৪৪টি আসন। আরএসএসের এই গোপন সমীক্ষা প্রকাশ্যে আসার পর কংগ্রেস ও বিরোধীদের উৎসাহ বেড়েছে। তবে বিজেপি প্রশ্ন তুলেছে এই ধরনের সমীক্ষার বাস্তবতা নিয়ে।

এবার কি তবে ত্রিশঙ্কু লোকসভা

এবার কি তবে ত্রিশঙ্কু লোকসভা

আরএসএস এবার মনে করছে লোকসভা ত্রিশঙ্কু হতে পারে। বিজেপি ও এনডিএ জোটকে এবার টেক্কা দিয়ে এগিয়ে যাবে কংগ্রেস জোট। ইউপিএ বৃহৎ শক্তি হবে। ফলে কিংমেকার হওয়ার সম্ভাবনা জোরদার মমতা, মায়াবতী, অখিলেশ বা চন্দ্রবাবু নাইডুদের। বিজেপি ও কংগ্রেসের এককভাবে প্রায় সমান সমান আসন পাবে। তবে টেক্কা দিয়ে যাবে কংগ্রেসের সহযোগী দলগুলি। যেখানে বিজেপির সহযোগী দলগুলি এবার বেশি আসন পাবে না বলেই উঠে এসেছে এই গোপন সমীক্ষায়।

এই বিজেপি আর না

এই বিজেপি আর না

আরএসএসের গোপন সমীক্ষা রিপোর্ট সামনে আসার পর রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিজেপি বা এনডিএ এবার ক্ষমতায় ফিরতে পারছে না। দিল্লির কুর্সিতে পালাবদল হচ্ছেই। সম্প্রতি চার আন্তর্জাতিক সংস্থার রিপোর্টও এমন ইঙ্গিত দিয়েছিল। এবার আরএসএসও দিল পালাবদলের আভাস।

[আরও পড়ুন: 'বাংলায় আছি মানে যেন পাকিস্তানে আছি', বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক লকেট][আরও পড়ুন: 'বাংলায় আছি মানে যেন পাকিস্তানে আছি', বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক লকেট]

উল্টে যাবে পাল্টে যাবে ২০১৪-র ফল

উল্টে যাবে পাল্টে যাবে ২০১৪-র ফল

গতবার অর্থাৎ ২০১৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। ইউপিএ পেয়েছিল ৬০টি আসন। বিজেপি এককভাবে পেয়েছিল ২৮২টি আসন। কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪ আসনে। এবার আরএসএসের গোপন সমীক্ষা দেখাচ্ছে পুরো উল্টো ফলের সম্ভাবনা।

[আরও পড়ুন: রাষ্ট্রপতিকে পাঠানো চিঠি বিতর্কে নাটকীয় মোড়! মুখ খুললেন ২ প্রাক্তন সেনা অফিসার ][আরও পড়ুন: রাষ্ট্রপতিকে পাঠানো চিঠি বিতর্কে নাটকীয় মোড়! মুখ খুললেন ২ প্রাক্তন সেনা অফিসার ]

English summary
The secret report of RSS is leaked about 2019 Lok Sabha Election. According to this survey UPA is ahead in 2019 Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X