For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্চেই শুরু দ্বিতীয় পর্বের টিকাকরণ, ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের জন্য একাধিক সাবধানী পদক্ষেপ কেন্দ্রের

মার্চেই শুরু দ্বিতীয় পর্বের টিকাকরণ, ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের জন্য একাধিক সাবধানী পদক্ষেপ কেন্দ্রের

  • By Autri
  • |
Google Oneindia Bengali News

জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভারতবাসীকে টিকাকরণের আওতায় আনার লক্ষ্যমাত্র নিলেও শুরু পর থেকে গোটা দেশজুড়েই থমকেছে সামগ্রিক প্রক্রিয়া। এমতাবস্থায় আর দেরি না করে মার্চের শুরুতেই নতুন উদ্যোমে টিকাকরণ শুরু করতে চাইছে কেন্দ্র। এমতাবস্থায় ১ লা মার্চ থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের টিকাকরণ। টিকা পেতে চলেছেন ৪৫ উর্ধ্ব ব্যক্তিরাও।

১ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের টিকাকরণ

১ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের টিকাকরণ

তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বয়ষ্কদের টিকাকরণ শুরু কথা ঘোষণা করা হলেও বেশ কিছু বিষয়ে ঝুঁকি এড়িয়েই ময়দানে নামতে চাইছে সরকার। এই ক্ষেত্রে ৪৫ উর্ধ্ব যে সমস্ত ব্যক্তির অন্য কোনও শারীরিক সমস্যা রয়েছে তাদের টিকাকরণের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপই নিতে চাইছে কেন্দ্র। এই ক্ষেত্রে টিকাকরণের পূর্ব তাদের মেডিকেল শংসাপত্র বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র।

 টিকা গ্রহণের পর লম্বা হয়েছে মৃতের তালিকাও

টিকা গ্রহণের পর লম্বা হয়েছে মৃতের তালিকাও

এদিকে প্রথম পর্যায়ের টিকাকরণ শুরুর পর একাধিক মৃত্যুর মুখোমুখি হয়েছে দেশ। দিন যত গড়িয়েছে টিকা গ্রহণের পর মৃত্যুর তালিকাও লম্বা হয়েছে। তবে সবকটি ক্ষেত্রে টিকা গ্রহণকারী ব্যক্তিদের অন্যান্য শারীরিক সমস্যাকেই দুষেছে কেন্দ্র। উল্টে ভারত বায়োটেক ও অক্সফোর্ডের টিকা সম্পূর্ণ ভাবে নিরাপদ বলেই একাধিকবার জোরালো দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। এমতাবস্থা বয়ষ্কদের টিকা প্রদানে এই ধরণের কোনও ঝুঁকি এড়াতেই নতুন নিয়ম চালু করতে চাইছে কেন্দ্র। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

 টিকাকরণে জটিলতা একাধিক পদক্ষেপ

টিকাকরণে জটিলতা একাধিক পদক্ষেপ

এদিকে বয়ষ্কদের টিকাকরণে জটিলতা এড়াতে আরও একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র। এমনকী রেজিস্ট্রেশনের জটিলতা এড়াতেও কো-উইন অ্যাপের নতুন ভার্সনও আনা হয়েছে। যাতে থাকছে জিপিএসের সুবিধা। এখন থেকে নিজের পছন্দ মতো টিকাকরণ কেন্দ্রও বাছতে পারবেন প্রবীণরা।এমনকী বাধ্যতামূলক করা হয়নি আধার কার্ডও। এমনকী এখন থেকে কাছাকাছি কেন্দ্রে নিজের সুবিধা ও সময় মতো গিয়ে টিকা নিতে পারবেন প্রবণীরা।

টিকা পেতে চলেছেন ১০ কোটি ষাটোর্ধ্ব ভারতীয়

টিকা পেতে চলেছেন ১০ কোটি ষাটোর্ধ্ব ভারতীয়

অন্যদিকে ৪৫ উর্ধ্ব ও ৬০ উর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যাদের কোমরবিডিটি রয়েছে তাদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এমনকী এই দ্বিতীয় দফায় গোটা দেশের মোট ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি। যার মধ্যে ১০ কোটির বেশি মানুষ ৬০ বছরের উর্ধ্বে বলে জানা যাচ্ছে।এমনকী কোমরবিডিটি সনাক্ত করতে একাধিক রোগের তালিকাও দুদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে খবর।

বন্দেমাতরম ভবনে জয় শ্রী রাম স্লোগান! বিজেপির ফেস্টুন-ব্যানারে বঙ্কিমচন্দ্রের ছবি ছোট করে থাকায় বিতর্ক বন্দেমাতরম ভবনে জয় শ্রী রাম স্লোগান! বিজেপির ফেস্টুন-ব্যানারে বঙ্কিমচন্দ্রের ছবি ছোট করে থাকায় বিতর্ক

অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের জানা-অজানা নানা মুহূর্তের ছবি

English summary
central government is taking several precautionary measures to vaccinate the elderly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X