এক মাসে দুই পূর্ণিমা! প্রথম বিশ্বব্যাপী পূর্ণিমার বিরল দৃশ্য দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
কোজাগরী পূর্ণিমার মোহময়ী রাতের আকাশ চাঁদের বিশেষত্ব তো থাকেই। তবে এবার পূর্ণিমার পূর্ণচন্দ্র আরও আকর্ষণীয়, আর মোহময়ী রূপে আবির্ভূত হতে চলেছে। শুক্রবার রাতেই পড়ে গিয়েছে পূর্ণিমা। শনিবার চাঁদ স্বাভাবিকের চেয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মাসের মদ্যে দ্বিতীয় পূর্ণিমা প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ব।

এক মাসের মধ্যে বিরল দ্বিতীয় পূর্ণিমা
এক মাসের মধ্যে দ্বিতীয় পূর্ণিমা একেবারেই বিরল। সেই বিরল ঘটনার নজির ঘটতে চলেছে ২০২০-র অক্টোবরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বব্যাপী পূর্ণিমা এটা। ৭৬ বছর পর ঘটতে চলেছে এমন বিরল ঘটনা। এর অর্থ হ'ল ৩১ অক্টোবরের পূর্ণিমা পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চল থেকে দৃশ্যমান হবে। তাও ৭৬ বছর পর।

হ্যালোইন উদযাপনে অন্য মাত্রা বিরল চাঁদে
পশ্চিমে হ্যালোইন নিয়ে অনেক লোকগাথা রয়েছে। চাঁদের এই হ্যালোইন আট দশকের মধ্যে প্রথম বলে বর্ণনা করা হয়েছে। সাধারণ লোককাহিনিতে সর্বদা আকাশে পূর্ণ চাঁদযুক্ত হলেই হ্যালোইনের রাত বলে গণনা করা হয়। ২০২০-র অক্টোবর মাসে দুটি পূর্ণ চাঁদ দেখা যাওয়ার বিরল ঘটনাটির জন্য হ্যালোইন উদযাপন একটি অতিরিক্ত মাত্রা পেয়েছে।

চাঁদের কলঙ্ক অর্থাৎ গর্তগুলি আরও স্পষ্ট
খালি চোখে চাঁদকে স্পষ্টতই দেখতে পাওয়া যায়। এই হ্যালোইনে টেলিস্কোপ থাকলে চাঁদের খাঁজটিকে আরও ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ মিলবেষ। এই সময়ে চাঁদের কলঙ্ক অর্থাৎ গর্তগুলি আরও স্পষ্ট আকারে দেখা যাবে। নাসা সোফিয়া মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে চাঁদের পৃষ্ঠ সম্পর্কে বিজ্ঞানী ক্যাসি হ্যানিবলের স্টাডি পেপার সম্প্রতি প্রকাশ পেয়েছে।

দুই পূর্ণঁচন্দ্র এক মাসে, আবার ২০৩৯ সালে
যদিও মহাকাশ বিজ্ঞানে আপাতদৃষ্টিতে এটি নিয়মিত ঘটনা। নাসার সামাজিক প্রচার মাধ্যমের প্রচেষ্টার মাসের দ্বিতীয় পূর্ণিমা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আরও একটি আকর্ষণীয় ঘটনা। রাতের আকাশে মোহময়ী চাঁদকে শনিবার যথারীতি দেখতে পাওয়া যাবে। একই মাসের মধ্যে আবার দুটি পূর্ণ চাঁদ দেখা যাবে এমন ঘটনা আবার দেখা যাবে ২০৩৯ সালে।
