For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথশিশুদের চিহ্নিত করে পুনর্বাসন দিন, কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিকে বলল সুপ্রিমকোর্ট

পথশিশুদের চিহ্নিত করে পুনর্বাসন দিন, কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিকে বলল সুপ্রিমকোর্ট

  • |
Google Oneindia Bengali News

কোভিডের কারণে প্রচুর শিশু বাবা-মাকে হারিয়েছে৷ এদের মধ্যে বড় সংখ্যায় পথ শিশুও রয়েছে৷ পুরো দেশজুড়ে এই পথশিশুদের চিহ্নিত করে দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থার কথা বলল সুরিম কোর্ট৷ এই বিষয়ে কেন্দ্র শাসিত অঞ্জন ও রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলেছে দেশের সর্বোচ্চ আদালত! সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে দেশের সব প্রান্তের জেলা ম্যাজিস্ট্রেটদেরও এ বিষয়ে এগিয়ে এসে পদক্ষেপ নিতে হবে৷ স্পেশাল জুভিনাইল পলিসি ইউনিটের সঙ্গে একজোট হয়ে কাজ করার কথা বলেছে সুপ্রিমকোর্ট।

পথশিশুদের চিহ্নিত করে পুনর্বাসন দিন, কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিকে বলল সুপ্রিমকোর্ট

সুপ্রিম কোর্টের জাস্টিস এল নাগেশ্বর রাও-এর বেঞ্চ কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত শিশুদের চিহ্নিত করে উদ্ধার করতে বলছে৷ একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন যে এই রকম পথশিশুদের সমস্ত তথ্য সংগ্রহ করে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ( NCPCR portal 'Bal Swaraj)-এ আপলোড করা হয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও বলেছে, যে আমরা জানি কোভিডের কারণে দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷ কিন্তু সেটা কোনও কারণ হতে পারে দেশের শৈশব রক্ষা না করার। সাহায্যের প্রয়োজন রয়েছে এরকম শিশুদের কোনভাবেই উপেক্ষা করা যাবে না।

তবে এখানেই থামেনি দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস যেন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসে, এবং এই রকম মহামারীতে ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসনের বিষয়ে তাদের কী পরিকল্পনা রয়েছে তা স্পষ্ট করে তুলে ধরতে বলেছে৷ সুপ্রিমকোর্টের বেঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে স্পেশাল জুভিনাইল পলিসি ইউনিট যেটি দেশের প্রতিটি জেলায় তৈরি হওয়ার কথা সেগুলি এখনও অনেক জায়গাতেই তফরি হয়নি৷ এবং পুরো ব্যবস্থার মধ্যে অনেকগুলি ফাঁক থাকছে! যে সমস্ত জায়গাতে পথশিশুদের চিহ্নিত করা হয়ে গিয়েছে সেখানে সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে৷ এবং এর জন্য রাজ্য সরকারগুলিকে একটি পলিসি তৈরি করতে হবে এখনও রাস্তায় থাকা শিশুদের উদ্ধার এবং পুনর্বাসনের জন্য৷

একটি মোটো কেসের শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে করোনা মহামারীতে বাবা অথবা মা, এমনকি বাবা-মা দু'জনকেই হারিয়েছেন এরকম শিশুদের সংখ্যাটা লক্ষাধিক৷ এবং এদের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল তা এখনও করা হয়নি। কোনও জুডিশিয়াল নির্দেশ বা রায়ের জন্য রাজ্য সরকারগুলি বসে থাকতে পারে না৷ পথশিশুদের উদ্ধারকার্যে রাজ্যগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ প্রসঙ্গত, গতবছরই এই মর্মে পথশিশু ও রাস্তায় থাকা ভিক্ষুকদের জন্য পুনর্বাসন বিল আনার কথা বলেছে কেন্দ্রও।

English summary
The SC has directed the Union territories and the states to identify and rehabilitate street children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X