For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নিজের আসনও সুরক্ষিত নয়! উত্তরপ্রদেশে কেন এমন বললেন মোদী

উত্তরপ্রদেশে উন্নাও-এ একটি নির্বাচনী র‍্যালি থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিরোধীদের যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি নিজেই তাঁর আসন জেতা সম্

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে উন্নাও-এ একটি নির্বাচনী র‍্যালি থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিরোধীদের যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি নিজেই তাঁর আসন জেতা সম্পর্কে নিশ্চিত নন।

তাঁকে তার বাবার কাছ থেকে সাহায্য চাইতে হচ্ছে৷ এর আগে দলকে নিজের দখলে আনতে যে বাবাকে অপমান করেছিলেন৷

সপার জন্য শক্তিশালী আসন করহল

সপার জন্য শক্তিশালী আসন করহল

প্রসঙ্গত এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ সমাজবাদী পার্টিই। প্রথমে ঠিক ছিল সপা প্রধান অখিলেশ যাদব এবারের নির্বাচন লড়বেন না৷ কিন্তু পরে উত্তরপ্রদেশের করহল থেকে প্রতিদ্বন্দ্বীতার কথা ঘোষণা করেন অখিলেশ। করহল কেন্দ্রটি মইনপুরি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই লোকসভার বর্তমান এমপি হলেন অখিলেশের বাবা এবং সপার প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব। মোট ছ'দফার নির্বাচনের তৃতীয় দফা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি করহলে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ইউপির এই আসনটি সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলেই পরিচিত! শুধুমাত্র একবার ছাড়া ১৯৯৩ সাল থেকে সাত বার এই আসনে জিতে আসছে সমাজবাদী পার্টি৷ কেবলমাত্র ২০০২ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জিততে পেরেছিল! করহল বিধানসভা আসনটির মোট ভোটারদের বড় অংশ যাদব সম্প্রদায় ভুক্ত৷ যা আদপে সমাজবাদী পার্টির নির্ধারিত ভোটব্যাঙ্কের অংশ বলেই পরিচিত। করহল আসনে যাদব সম্প্রদায়ের প্রায় ১.৫ লক্ষ ভোট রয়েছে।

উন্নাওয়ের জনসভা থেকে যা বললেন মোদী

উন্নাওয়ের জনসভা থেকে যা বললেন মোদী

কিন্তু উন্নাওয়ের জনসভা থেকে অখিলেশকে আক্রমণ করে মোদী বলেন, করহল আসনটিকে লোকে সপা নেতার জন্য সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচনা করেছিল। ক্রমশ সেটিও তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রসঙ্গত, করহল নির্বাচনী এলাকা মিঃ যাদব ও তাঁর পারিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর প্রদেশে তৃতীয় ধাপের ভোটের আগে, মুলায়ম সিং যাদব নির্বাচনী এলাকায় তার ছেলে অখিলেশ যাদবের হয়ে প্রচার করেছিলেন, যদিও তিনি এই নির্বাচনী প্রচারে শান্তই ছিলেন।

মুলায়মকে অপমান করেছিলেন অখিলেশ!

মুলায়মকে অপমান করেছিলেন অখিলেশ!

২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির মধ্যে ক্ষমতার লড়াই চলছিল। সেই সময় ঘটা কিছু ঘটবার উল্লেখ করে এদিন প্রধানমন্ত্রী মোদি অখিলেশ যাদবকে নিশনা করেন৷ ২০১৭-তে একটি ভিডিওতে দেখা গিয়েছিল মঞ্চে মুলায়ম সিং যাদবকে ধাক্কা দেওয়া হচ্ছে৷ সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে বাবাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে অপমান করা হয়েছিল এবং দল কোনঠাসা করা হয়েছিল। এখন আসন বাঁচানোর জন্য তার কাছে আবেদন করতে হচ্ছে৷ কারও নাম না করে প্রধানমন্ত্রী বলেছিলেন। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিজেই যদি তার নির্বাচনী এলাকায় জয়ের ব্যাপারে নিশ্চিত না হল তাহলে আপনি বাতাসের গতিপথ অনুমান করতে পারেন৷

উত্তরপ্রদেশকে অন্ধকার যুগ থেকে বের করে এনেছেন যোগী

উত্তরপ্রদেশকে অন্ধকার যুগ থেকে বের করে এনেছেন যোগী

এরপরই উন্নাওয়ের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি বলেন, সমাজবাদী পার্টির শাসনকালে মাফিয়া এবং অপরাধীরা বিভিন্ন অলিখিত নিয়ম ঘোষণা করেছিল, সাম্প্রদায়িক হিংসা, কারফিউ, চাঁদাবাজির কারণে, ব্যবসা এবং ব্যবসায়ীদের জীবন অত্যন্ত কঠিন ছিল। বিজেপি সরকার ইউপিকে এই অন্ধকার থেকে বের করে এনেছে,"

English summary
The Samajwadi Party chief minister's own seat is not secure either, Says Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X