For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদ বিক্রি চালু হতেই শিকেয় সামাজিক দূরত্ব, কেমন ছবি দেখা গেল দেশের বিভিন্ন প্রান্তে

মদ বিক্রি চালু হতেই শিকেয় সামাজিক দূরত্ব, কেমন ছবি দেখা গেল দেশের বিভিন্ন প্রান্তে

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের প্রথম দুই ইনিংস শুকনো মুখে কাটালেও লকডাউনের তৃতীয় দফায় বেজায় খুশি সুরাপ্রেমীরা। অবশেষে খুলল মদের দোকান। ফলত দেশের বিভিন্ন প্রান্তে সূরাপ্রেমীদের ভিড় সামলাতে নাজেহাল পুলিশ। কিছু জায়গায় লাঠিচার্জ করা হয়েছে বলেও খবর। যদিও প্রশাসন সূত্রে খবর, মদের বিক্রি বাড়ায় বহুদিন পর আয়করে জোয়ার এল অনেক রাজ্যেই।

ভিড়ের নিরিখে মুম্বইকে ছাপিয়ে গেল বেঙ্গালুরু

ভিড়ের নিরিখে মুম্বইকে ছাপিয়ে গেল বেঙ্গালুরু

সোমবার মুম্বইয়ের ভিন্ন ভিন্ন জায়গায় প্রায় ৫ ঘন্টা অপেক্ষার পর খালি হাতে ফিরেছেন ক্রেতারা। মঙ্গলবার সকালে মদের দোকান খোলার সিদ্ধান্ত জানিয়েছেন কিছু দোকানের মালিক। সোলাপুর ও ঔরঙ্গাবাদে মদের দোকান খোলার অনুমতি পাওয়া যায়নি। অন্যদিকে, বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় মদের দোকানের সামনে সর্পিল গতিতে লাইন এগিয়েছে। কাগগাদাসপুরার মত স্থানে লাইনের মহিলাদের আধিক্য দেখা গেছে। অভিযোগ লাইনে শারীরিক দূরত্ব তো মানাই হচ্ছে না, উপরন্তু মহিলাদের হেনস্থা করা হচ্ছে। ফলত মহিলা-পুরুষদের ভিন্ন লাইনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মদের দোকানের মালিকরা।

কোথাও ক্রেতাদের উপর পুষ্পবৃষ্টি আবার কোথাও লাঠিচার্জ

কোথাও ক্রেতাদের উপর পুষ্পবৃষ্টি আবার কোথাও লাঠিচার্জ

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওয় দেখা গেছে, কর্ণাটকের কোলারে লাক্সমাম্মা নামে এক ৭৫ বয়সী সূরাপায়ীকে প্রথম খরিদ্দার হিসেবে ডেকে আনা হয়েছে, কারণ তাঁর নামের অর্থ 'লক্ষ্মী'। উত্তরপ্রদেশের মির্জাপুরে মদের দোকানের সামনে অপেক্ষারত ক্রেতাদের উপর গোলাপের পাপড়ি বর্ষণ করেন মালিকপক্ষ। একদিকে যেমন পুষ্পবৃষ্টি, তেমনই অন্যদিকে কলকাতায় ক্রেতাদের উপর হালকা থেকে মাঝারি লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ। সূত্রের খবর, শারীরিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হলেও লাইনে ধাক্কাধাক্কি করার কারণে পুলিশ এমন পদক্ষেপ নেয়।

মদবিক্রি শুরু হতেই আয়করে লাফ

মদবিক্রি শুরু হতেই আয়করে লাফ

সারা ভারতে যেসকল স্থানে মদের দোকান খোলার খবর পেয়েছেন ক্রেতারা, সেখানেই ভোর থেকে ইট পেতেছেন তাঁরা। আয়কর দপ্তরের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এমনিতে এক দিনে গড়ে ৭০-৮০ কোটি টাকার মদ বিক্রি হয়, সেখানে সোমবারে বিক্রি ১০০ কোটি ছাপিয়ে গেছে। লখনৌতে মাত্র চারঘন্টায় প্রায় ৬.৩ কোটির মদ বিক্রি হয়। বিভিন্ন জায়গায় দোকানে স্টক শেষ হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের বহু পূর্বেই দোকান বন্ধ করতে হয় বলে মালিকদের সূত্রে খবর।

মদ বিক্রির জেরে 'রাজস্বে লক্ষ্মীলাভ' হলেও ঘরের লক্ষ্মীদের কী অবস্থা! কোন ক্ষতির বার্তা রিপোর্টেমদ বিক্রির জেরে 'রাজস্বে লক্ষ্মীলাভ' হলেও ঘরের লক্ষ্মীদের কী অবস্থা! কোন ক্ষতির বার্তা রিপোর্টে

English summary
The selling of alcohol began in the third lockdown phase without thinking about social distance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X