For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম ১৫ই অগাস্টের চেয়ে কেন আলাদা?

  • |
Google Oneindia Bengali News

১৯২১ সালের ১ এপ্রিল বিজয়ওয়াড়া সফরের সময় মহাত্মা গান্ধীর কাছে এসে জাতীয় পতাকার বর্তমান নকশাটি দেখিয়েছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া৷ যদিও সেটিতে কিছু পরিবর্তন করে পরে সেটিকে বর্তমান রূপ দেওয়া হয়। ২২শে জুলাই, ১৯৪৭-এ ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়, এ বিষয়ে অ্যাড হক কমিটির সদস্য ছিলেন সুচেতা কৃপালিনি। আজও দেশের সম্মানে, গৌরবের মুহূর্তে স-সম্মানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসী৷ তবে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী এবং ২৬ জানুয়ারি পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি৷ তবে শুধু এটুকুই নয় সঙ্গে আরও একটি মজার পার্থক্য রয়েছে ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলনে৷

কোথায় আলাদা ১৫ই অগাস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলন?

কোথায় আলাদা ১৫ই অগাস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলন?

ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং বিশ্বের দীর্ঘতম সংবিধান রয়েছে দেশেই। কিন্তু আপনি কি জানেন যে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা 'উত্তোলন' করা হয় এবং 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাককে 'মুক্ত করা' হয়! এাকানেই একটি সুক্ষ পার্থক্য রয়েছে৷ দেশের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা খুঁটির নিচের অংশে বেঁধে ওপরে 'উত্তোলন' করা হয়। এটি একটি স্বাধীন দেশ হিসাবে ভারতের উত্থান এবং ব্রিটিশ শাসনের অবসান চিহ্নিত করার জন্য।

প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলার নিয়ম কী?

প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলার নিয়ম কী?

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে, জাতীয় পতাকা খুঁটির একদম শীর্ষেই বাঁধা হয় এবং স্বাধীনতা দিবসের মতো খুঁটির নীচের অংশে বাঁধা হয় না যা একটি প্রজাতন্ত্র হিসাবে ইংরেজদের সব রকম আধিপত্য মুক্ত হয়ে ভারত রাষ্ট্রের ডানা বিস্তারের জন্য একটি মুক্ত সময়কে ইঙ্গিত করে। পাশাপাশি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন, যেখানে রাষ্ট্রপতি ২৬ জানুয়ারি পতাকা উত্তোলন করেন। এর কারণ হল ১৯৪৭ সালের ১৫ অগাস্টে যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন দেশে কোনও রাষ্ট্রপতি ছিল না৷ ২৬ জানুয়ারী,১৯৫০-এ, ডঃ রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হন।

২৬ এ জানুয়ারি হল পূর্ণ স্বরাজ দিবসও!

২৬ এ জানুয়ারি হল পূর্ণ স্বরাজ দিবসও!

আবার ২৬শে জানুয়ারী হল 'পূর্ণ স্বরাজ দিবস'- যে দিনটি ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯৩০ সালে 'স্বাধীনতা দিবস' হিসেবে ঘোষণা করেছিল। ১৯৪৭ সালের অগাস্টে প্রকৃত স্বাধীনতার পর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে চিহ্নিত করার জন্য বেছে নেওয়া হয়েছিল।

English summary
In Republic day India National flag unfurled and hoidted in 15th August. Here is the details what is the cause behind it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X