For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই আক্ষেপ নিয়েই পৃথিবী ছাড়লেন এপিজে আব্দুল কালাম

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৮ জুলাই : স্বাধীনতার বেশ কিছুদিন আগে ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে উপকূল এলাকার একটি প্রত্যন্ত গ্রামে জন্ম নেন ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী ডঃ এপিজে আব্দুল কালাম। [আব্দুল কালামের সংক্ষিপ্ত জীবনী]

রামেশ্বরমে কালামের পিতা আবুল ফকির জয়নাল আবেদিন ডিঙি তৈরি করতেন। ফলে সাত ভাইবোনের পরিবারে প্রথম থেকেই অনটনের মধ্যেই বড় হয়ে ওঠেন কালাম। বড় হয়ে বিত্ত, বৈভব, খ্যাতি, প্রাচুর্য যতদিনে পেয়েছেন ততদিন অনেকটা দেরি হয়ে গিয়েছে। কালামের মা-বাবা প্রয়াত হয়েছেন। [আব্দুল কালামকে নিয়ে অজানা কয়েকটি তথ্য]

জেনে নিন কোন আক্ষেপ নিয়েই পৃথিবী ছাড়লেন কালাম


ছোটবেলায় ভালো করে খাওয়া-পরাই দুরহ ছিল কালামের পরিবারে। ফলে সারাজীবন বিদ্যুৎহীন অবস্থাতেই কাটাতে হয়েছে কালামের পিতা জয়নাল আবেদিন ও আশিয়াম্মাকে। মৃত্যুর দিন পর্যন্ত পিতা-মাতাকে ২৪ ঘণ্টা বিদ্যুতের সুবিধা দিতে না পারাটাই সবচেয়ে বড় আক্ষেপ রয়ে গিয়েছিল ভারতসেরা এই বিজ্ঞানীর মনে। [চলে গেলেন 'মিসাইল ম্যান' : কে কী বলছেন!]

কালামের সর্বক্ষণের সঙ্গী সৃজন পাল জানিয়েছেন, কালামের ইচ্ছে ছিল মা-বাবাকে শেষ জীবনে ২৪ ঘণ্টা বিদ্যুতের সুবিধা ভোগ করানো। যদিও তা সম্ভব হয়নি। এছাড়াও ভারতীয় সংসদে দেশের নানা প্রান্ত থেকে আসা সাংসদরা হই হট্টগোল না করে দেশের ভালোর জন্য একজোট হয়ে কাজ করবেন, এটাই কালাম সাহেব চাইতেন বলে জানিয়েছেন সৃজন।

English summary
The regrets APJ Kalam always had till last day of his life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X