For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ বিধানসভায় আমাদের পরাজয়ের কারণ কংগ্রেস, বলছেন লালু

২০২০ বিধানসভায় আমাদের পরাজয়ের কারণ কংগ্রেস, বলছেন লালু

  • |
Google Oneindia Bengali News

২০২০ বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি সরকার গড়তে না পারার জন্য কংগ্রেসকে দুষলেন লালু প্রসাদ যাদব৷ সম্প্রতি একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লালু কংগ্রেসকেই দায়ী করেছেন তাদের পরাজয়ের জন্য। বিহারে শেষ বিধানসভা নির্বাচনে লালু পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে ৭৫ টি আসন জিতে বিহারে এককভাবে সবচেয়ে বড় দলের খেতাব নিজেদের ঝুলিতে ভরলেও রাজ্য জয় অধরা থেকে গিয়েছে আরজেডির। আর ঠিক এখানেই নিজের ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেসের দিকে আঙুল তুললেন লালু৷

২০২০ বিধানসভায় আমাদের পরাজয়ের কারণ কংগ্রেস, বলছেন লালু

শেষবারের বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বাম ও আরজেডি মিলে বিজেপি ও নীতিশ বিরোধী মহাগঠবন্ধন জোট গড়েছিল। অন্যদিকে বিজেপি ও নীতিশ কুমারের জনতা দল মিলে এনডিএ কোট গড়ে৷ বিজেপি এককভাবে ৭৪ টি আসন ও নীতিশ কুমার ৪৩ টি আসন পেয়ে সরকার গড়ে৷ মহাগঠবন্ধনে কংগ্রেসকে প্রায় ৭০টি আসন ছেড়েছিল আরজেডি। সেই আসনগুলিতে আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। এই বিষয়টির উল্লেখ করেই লালু বলেন, 'আমরা কংগ্রেসকে ৭০ আসন ছেড়েছিলাম, যেখানে ওরা হেরেছে৷ এর কারণেই আমাদের পরজয়ের সম্মুখীন হতে হয়েছে৷ আসলে কংগ্রসের কাছে কোনও ভোটই নেই৷'

আইআইটিতে ৪০ % শূন্য পদ, জানাল শিক্ষা মন্ত্রকআইআইটিতে ৪০ % শূন্য পদ, জানাল শিক্ষা মন্ত্রক

২০০০ সাল থেকে কংগ্রেসের সঙ্গে জোট করে আসছে লালুর আরজেডি৷ শুধুমাত্র ২০০৯ লোকসভায় একক ভাবে লড়েছিল কংগ্রেস৷ কিন্তু তারপর আবারও একই সঙ্গে পথ চলে কংগ্রেস আরজেডি৷ ভবিষ্যতে কী আবারও কি কংগ্রেসের সঙ্গে জোট করবে আরজেডি? নাকি একাই বিজেপি নীতিশ জোটের বিরুদ্ধে মোকাবিলা করবে আরজেডি? এই প্রশ্নের উত্তরে লালু জানিয়েছেন, ভবিষ্যতের প্রশ্ন ভবিষ্যতে দেখা যাবে৷

অন্যদিকে কিছুটা সাবধানী তেজস্বী যাদব, তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমাদের উদ্দেশ্য ও আদর্শ একই থাকবে। আমরা দুটি দলই বিজেপিকে সরাতে চাই। তবে কংগ্রেসকে বুঝতে হবে যে আঞ্চলিক দলগুলিকে চালকের আসনে থাকতে হবে। সেটা উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি হোক বা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা বিহারে আরজেডি।

English summary
The reason for our defeat in the 2020 assembly is the Congress, says Lalu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X