For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুতুবমিনার নির্মাণ করেছিলেন বিক্রমাদিত্য, দাবি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তনের

কুতুবমিনার নির্মাণ করেছিলেন বিক্রমাদিত্য, দাবি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তনের

  • |
Google Oneindia Bengali News

সারা দেশ জুড়ে প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গের খোঁজ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই এবার দাবি উঠল কুতুব মিনারের নির্মাণকর্তাকে নিয়ে৷ তবে এবারে দাবি কোনও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নয়, বরং খোদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তনের পক্ষ থেকে। এবার পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন আধিকারিক দাবি করলেন কুতুব মিনার নির্মাণ করেছিলেন রাজা বিক্রমাদিত্য!

ঠিক কী দাবি করেছেন পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন আধিকারিক?

ঠিক কী দাবি করেছেন পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন আধিকারিক?

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন আধিকারিক দাবি করেছেন যে মহারাজ বিক্রমাদিত্য পঞ্চম শতাব্দীতে সূর্যের অবস্থান পর্যবেক্ষণের জন্য এই মিনার নির্মাণ করেছেন৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন আধিকারিক ধরমবীর শর্মা আরও বলেন, দিল্লির বিখ্যাত মিনারটি আসলে কুতুব মিনার নয়। সেটি একটি সূর্য মিনার৷ কুতুবুদ্দিন আইবকের অনেক আগে পঞ্চম শতাব্দীতে এই মিনারের নির্মাণ হয়েছিল রাজা বিক্রমাদিত্যের সময়। নিজের দাবির সপক্ষে কারণ হিসেবে ধরমবীর বলেছেন, নীচের দিকের তুলনায় মিনারের অগ্রভাগ বেশ কিছুটা হেলানো৷ যা ২৫ ডিগ্রি কোনে রয়েছে৷ জুনের ২১ তারিখে সূর্য পর্যবেক্ষণের জন্য এভাবে নির্মাণ করা হয়েছিল সূর্য মিনার। এটি পুরোটাই পুরাতত্ত্বের গবেষণার বিষয় বলেও মন্তব্য করেন ধরমবীর!

কুতুব মিনার সম্পর্কে বেশ কিছু তত্ত্ব!

কুতুব মিনার সম্পর্কে বেশ কিছু তত্ত্ব!

কুতুব মিনারটি ৭২.৫ মিটার লম্বা। এতে ৩৭৯ টি সিঁড়ি রয়েছে৷ এবং বেশ কয়েক বছর আগেই কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো৷ ইতিহাস অনুযায়ী এই মিনার তৈরি করা শুরু করেছিলেন দিল্লির গদিতে দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক৷ এবং তাঁর জামাতা ইলতুৎমিসের সময় এই মিনারের কাজ সম্পন্ন হয়েছিল। ইতিহাসের বিভিন্ন তথ্য থেকে জানা যায় আলাউদ্দিন খিলজিও এই মিনারের আগে একটি দরজা বসাতে চেয়েছিলেন।

কুতুব মিনার নিয়ে কী দাবি হিন্দুদের এক অংশের?

কুতুব মিনার নিয়ে কী দাবি হিন্দুদের এক অংশের?

সম্প্রতি হিন্দু সংগঠন মহাকাল মানব সেবার বেশ কয়েকজন সদস্য রাজধানীর বিখ্যাত স্মৃতিস্তম্ভ কুতুব মিনারের বাইরের অংশে বিক্ষোভ দেখিয়েছে৷ তাদের দাবি 'কুতুবমিনারের' নাম পরিবর্তন করে 'বিষ্ণু স্তম্ভ' রাখতে হবে। কারণ এটি হিন্দু রাজাদের হাতেই নির্মিত! তবে এই প্রথম কোনও হিন্দু সংগঠন সরাসরি রাস্তায় নেমে মিনারটিকে বিষ্ণু স্তম্ভ বলে দাবি করেছে। ধরমবীর সিংয়ের দাবি হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে কুতুব মিনার নিয়ে উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্ঞানব্যাপি মসজিদের ছায়া এবার পাঞ্জাবেও, হিন্দু বাসস্থান হঠিয়ে মসজিদ গড়ার দাবি জ্ঞানব্যাপি মসজিদের ছায়া এবার পাঞ্জাবেও, হিন্দু বাসস্থান হঠিয়ে মসজিদ গড়ার দাবি

English summary
The Qutub Minar was built by Vikramaditya, claimed a former member of the Archaeological Survey of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X