For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ধাক্কা কংগ্রেসে! খোদ সভাপতিই হাঁফ ছেড়ে বাঁচলেন পদত্যাগ করে, টুইটে জল্পনা

অন্তর্দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না কংগ্রেসে। লোকসভা ভোটের ভরাডুবির পর থেকেই কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে। রাজস্থান দিয়ে শুরু। মধ্যপ্রদেশেও প্রকট হয়েছে অন্তর্দ্বন্দ্ব।

Google Oneindia Bengali News

অন্তর্দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না কংগ্রেসে। লোকসভা ভোটের ভরাডুবির পর থেকেই কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে। রাজস্থান দিয়ে শুরু। মধ্যপ্রদেশেও প্রকট হয়েছে অন্তর্দ্বন্দ্ব। কমলনাথ বনাম সিন্ধিয়ার লড়াই থামাতে ময়দানে নামতে হয়েছে কংগ্রেস সভানেত্রীকে। এরপর আবার ত্রিপুরায় প্রকট হয়েছে দ্বন্দ্ব। আজই টুইট করে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন ত্রিপুরা কংগ্রেসের রাজ্য সভাপতি কিরিট প্রদ্যোত দেব বর্মন। একই সঙ্গে দল ছাড়ার কথাও তিনি জানিয়েছেন।

ত্রিপুরা কংগ্রেসে বড় ধাক্কা, দল ছাড়লেন রাজ্য সভাপতি

নিজের টুইটার হ্যান্ডেলে প্রদ্যোত লিখেছেন অনেকদিন পর শান্তিতে আছি। নিজেকে চাপমুক্ত মনে হচ্ছে। অনেকিন পর আজ চাপমুক্ত হয়ে ঘুম থেকে উঠলাম। অপরাধী এবং দুষ্কৃতীদের কথা শুনে দিন শুরু করতে হল না। ভাবতে হল না কেউ আমার পিছনে ছুরি মারার চেষ্টা করছে। কোনও রকম গোষ্ঠিবাজির শিকার হতে হবে না আজ থেকে।

[ 'ঠিক বলেছ বন্ধু', কংগ্রেসের তরুণ তুর্কী মিলিন্দকে মোদীর টুইট ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য][ 'ঠিক বলেছ বন্ধু', কংগ্রেসের তরুণ তুর্কী মিলিন্দকে মোদীর টুইট ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য]

কিরিট দেববর্মনের এই টুইটেই প্রকাশ হয়ে গিয়েছে ত্রিপুরাতেও চরমে পৌঁছেছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। কোনওভাবেই সেই কোন্দল নিয়ন্ত্রণে আনতে পারছে না হাইকমান্ড। বেশিরভাগ ক্ষেত্রেরই দেখা যাচ্ছে নবীন-প্রবীণের লড়াই প্রকট হয়েছে। রাজস্থানে শচীন পাইলট বনাম গেহলট, মধ্যপ্রদেশে কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ত্রিপুরাতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

 [ তৃণমূলের 'ফর্মুলা' এখন বিজেপির হাতে! নিজের 'চার মূর্তি'র পথেই যাবেন মমতা, দাবি সুজনের] [ তৃণমূলের 'ফর্মুলা' এখন বিজেপির হাতে! নিজের 'চার মূর্তি'র পথেই যাবেন মমতা, দাবি সুজনের]

English summary
The president of Tripura unit of Congress has resigned from post and party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X