For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরিশাসের রাষ্ট্রপতির ব্যাগের ওজন বেশি, যোগী রাজ্যে আটকে গেলেন বিমানবন্দরে

  • |
Google Oneindia Bengali News

ব্যাগের অতিরিক্ত ওজনের জন্য বিমানবন্দরে থামতে বাধ্য হলেন মরিশাসের রাষ্ট্রপতি প্রীতিভিরাজ সিং রূপুন। দিল্লি যাওয়ার পথে ব্যাগের অতিরিক্ত ওজনের জন্য উত্তরপ্রদেশের বারানসীর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে থামিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

মরিশাসের রাষ্ট্রপতির ব্যাগের ওজন বেশি, যোগী রাজ্যে আটকে গেলেন বিমানবন্দরে

একই সাথে উচ্চস্থরীয় কর্মকর্তাদের নজরে আসার আগে ব্যাপারটা মিটিয়ে নিতে তাকে আগেই টাকা দেওয়ার কথাও বলেন বিমান বন্দরের কর্মীরা। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন এয়ার ইন্ডিয়ার এক কর্মচারী তাকে বলেছিলেন অতিরিক্ত মালপত্রের জন্য অর্থ প্রদানের পরেই রূপুনকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হতে হবে।

ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে দুদিনের উত্তরপ্রদেশ ভ্রমণকালেই এই কাণ্ড ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনার কথা বিমানবন্দরের প্রধান পরিচালক আকাশদীপ মাথুরের কানে যেতেই তানি তত্ক্ষণাত হস্তক্ষেপ করেন বলে খবর। পাশাপাশি জেলা শাসক কৌশল রাজ শর্মাও এয়ার ইন্ডিয়ার কর্মীদের সাথে এই বিষয়ে কথা বলেন। এয়ার ইন্ডিয়ার কর্মীরা অবশ্য বলেন যে তাদের নিজস্ব পদ্ধতি অনুসরণ করতেই হবে।

এরপরে বিমান বন্দরের কর্মকর্তারা বিমান চলাচল মন্ত্রকের সাথেও কথা বলেন বলে জানা যায়। পাশাপাশি অতিরিক্ত জিনিসপত্রের জন্য মরিশাসের রাষ্ট্রপতির থেকে বাড়তি শুল্ক না নেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদেরও অনুরোধ করা হয়। যদিও এরপরই পরই তার থেকে কোনোরকম অতিরিক্ত শুল্ক গ্রহণ ছাড়াই তাকে যেতে দেওয়া হয় বলে জানিয়ে এয়ার ইন্ডিয়ার প্রধান ব্যবস্থাপক আতিফ ইদ্রিশ।

English summary
The President of Mauritius was stuck at the airport despite being overweight of the bag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X