For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর একসময়ের চায়ের দোকান এবার হচ্ছে 'ট্যুরিস্ট স্পট'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখান থেকে উঠে এসেছে, তা সকলেরই জানা। এবার সেই জায়গাই বাকি ভারতের সঙ্গে যুক্ত করার চেষ্টা শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখান থেকে উঠে এসেছে, তা সকলেরই জানা। এবার সেই জায়গাকেই বাকি ভারতের সঙ্গে যুক্ত করার চেষ্টা শুরু হয়েছে। কম বয়সে তিনি গুজরাতের ভাদনগরে চা বিক্রি করতেন। এবার সেই জায়গাকেই টুরিস্ট স্পট হিসেবে পরিণত করার কাজ শুরু হয়েছে।

 এবার টুরিস্ট স্পট গুজরাতের ভাদনগর! শুরু কাজ

যুব বয়সে গুজরাতের ভাদনগর রেল স্টেশনে মোদী চা বিক্রি করতেন। গুজরাতের বর্তমান বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই জায়গাটিকেই টুরিরস্ট স্পট হিসেবে গড়ে তোলার ব্যাপারে। চায়ের স্টলটির কোনও পরিবর্তন না করেই, সেই জায়গাটিকে টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ইতিমধ্যেই জায়গাটির সার্ভে করেছেন। যে অবস্থায় স্টলটি রয়েছে, তাকে কাঁচ দিয়ে ঘিরে রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

যুব বয়সে মোদীর চা বিক্রির বিষয়টি সারা ভারতেই অন্যতম আলোচনার বিষয়। বিশেষ করে মোদীও বিষয়টি উল্লেখ করে থাকেন। তিনি বলেন, সাধারণ মানুষের অবস্থা তিনি বোঝেন। কেননা তিনি চায়ের স্টল চালিয়েছেন।

English summary
The place where PM Modi used to sell tea is all set to be turned into a tourist spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X