For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘রোগী মৃত্যুর কারণে ডাক্তারদের দায়ী করা যাবে না’ রায় সুপ্রিম কোর্টের

রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের মারধর করা ঠিক নয়

  • |
Google Oneindia Bengali News

কোনও রোগী মৃত্যু হলে তার দায় এসে পড়ে চিকিৎসকের ওপর। এই নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করছেন চিকিৎসকরা। তার জন্য একটি মামলা দায়ের করেন তারা। সেই মামলায় রায় ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট।

‘রোগী মৃত্যুর কারণে ডাক্তারদের দায়ী করা যাবে না’ রায় সুপ্রিম কোর্টের


দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি হেমন্ত গুপ্ত ও ভি রামাসুব্রমানিয়ানের ডিভিশন বেঞ্চ তাঁদের রায়ে জানান, 'রোগীর মৃত্যু হলেও চিকিৎসকদের দোষারোপ করা যাবে না। কারন কোনও চিকিৎসক তার রোগীকে ইচ্ছাকৃত ভাবে করে মেরে ফেলতে পারেন না। আবার কোন চিকিৎসক ১০০ শতাংশ চেষ্টা করার পরও রোগীকে বাঁচিয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না।’’

ভারতে উদ্বেগ বাড়ল আরও! ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে এসে সংক্রমিত আরও ৫ভারতে উদ্বেগ বাড়ল আরও! ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে এসে সংক্রমিত আরও ৫

বিচারপতি করোনা পরিস্থিতির কথা টেনে এনে বলেন, এই মহামারীর সময় যখন চিকিৎসক ও নার্সরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তারপর এভাবে কোনও রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের মারধর করা একেবারেই ঠিক নয়।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের জুন মাসে গ্যাংগ্রিনের ব্যর্থ অস্ত্রোপচারের কারনে মারা গিয়েছিলেন দীনেশ জয়সওয়াল। এরপর মৃতের পরিবার জয়সওয়ালের মৃত্যুর জন্য অস্ত্রোপচার পরিচালনায় অবহেলা, সিনিয়র ডাক্তারের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারের অভাব এবং একটি ভেঙে যাওয়া এনজিওগ্রাফি মেশিনকে দায়ী করেছিলেন তারা। হাসপাতাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

English summary
A division bench of Justices Hemant Gupta and V Ramasubramanian ruled that the doctors could not be blamed even if the patient died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X