For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে মহামারির আকার নিচ্ছে ডেঙ্গি

চরম সংকট জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিহার। বন্যার রেশ কাটতে না কাটতেই ডেঙ্গি থাবা বসিয়েছে রাজ্যের অধিকাংশ জায়গায়। রাজধানী পাটনা পর্যন্ত ডেঙ্গি আতঙ্কে কাঁপছে।

Google Oneindia Bengali News

চরম সংকট জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিহার। বন্যার রেশ কাটতে না কাটতেই ডেঙ্গি থাবা বসিয়েছে রাজ্যের অধিকাংশ জায়গায়। রাজধানী পাটনা পর্যন্ত ডেঙ্গি আতঙ্কে কাঁপছে। এখনও পর্যন্ত গোটা রাজ্যে প্রায় ২০০০ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় দেড় হাজার দেঙ্গি আক্রান্ত রোগী।

ডেঙ্গি আক্রান্ত বাড়ছে বিহারে

ডেঙ্গি আক্রান্ত বাড়ছে বিহারে

১৯২৩ জন বাসিন্দা গোটা রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা চলছে ১৪১০ জনের। এঁদের রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে। রাজধানী পাটনার অবস্থাও অত্যন্ত সংকটজনক। একাধিক এলাকায় েডঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিেয় বাড়ছে। হাসপাতালগুলিতে প্রতিদিনও ডেঙ্গি সন্দেহে রোগীদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিহারে প্রায় মহামারির আকার নিয়েছে ডেঙ্গি। শুধুমাত্র পাটনােতই চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা ১৫০ জন।

জমা জলেই বাড়ছে ডেঙ্গির মশা

জমা জলেই বাড়ছে ডেঙ্গির মশা

বৃষ্টির জেরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বিহার জুড়ে তা এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। রাজ্যের অধিকাংশ নীচু এলাকাতে এখনও জল জমে রয়েছে। আর তাতেই বেড়ে উঠছে ডেঙ্গির মশা। বাসিন্দা অভিযোগ করেছেন নীচু এলাকায় নিকাশি ব্যবস্থা ভাল না থাকার কারণে জল নামতে চাইছে না। তাতেই বাড়ছে ডেঙ্গির মশা।
পরিস্থিতি মোকাবিলায় সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জল না নামার কারণ খতিয়ে দেখার জন্য চার সদস্যের কমিটি গঠন করেছেন তিনি। এক মাসের মধ্যে তাঁদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

 পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

রাজ্যের নীচু এলাকা থেকে অবিলম্বে জমা জল নামানোর জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাটনা শহর সহ বিহােরর বিভিন্ন এলাকায় নিকাশী নালা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাটনায় জমা জল না নামায় কাজে গাফিলতির অভিযোগে একাধিক সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। একািধক কর্মীর বেতন কেটে নেওয়া হয়েছে। এমনকী একাধিক কর্মীকে শোকজ করা হয়েছে। বিহারের মুখ্যসচিব জানিয়েছেন নির্দেশিকা জারি করে নিকাশী নালা পরিষ্কারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গতকালই পাটনায় সরকারি হাসপাতােল ডেঙ্গি আক্রান্ত রোগীদের দেখতে আসা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে কালি ছিটিয়ে প্রতিবাদ জানায় ডেঙ্গি আক্রান্তের আত্মীয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আজ আবার কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের হাসপাতাল পরিদর্শনে আসার কথা।

'অনেক হয়েছে'! অযোধ্যা মামলার শুনানি আজই শেষ হবে বিকেল ৫ টার মধ্যে, বার্তা রঞ্জন গগৈয়ের'অনেক হয়েছে'! অযোধ্যা মামলার শুনানি আজই শেষ হবে বিকেল ৫ টার মধ্যে, বার্তা রঞ্জন গগৈয়ের

English summary
The outbreak of dengue has caused an alarm in Bihar after the devastating floods
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X