For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশব্যাপী গরুর সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ১৮ শতাংশ

সম্প্রতি দেশের পশুপালন ও গবাদিপশু বিভাগের রিপোর্টে দেখা যাচ্ছে দেশ জুড়ে গৃহপালিত প্রাণিজসম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ালো প্রায় ৪.৬ শতাংশ। অন্যদিকে যখন দেশের বিভিন্ন রাজ্যে ‘গরু চোর’ ও গরুর মাংস খাওয়ার

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি দেশের পশুপালন ও গবাদিপশু বিভাগের রিপোর্টে দেখা যাচ্ছে দেশ জুড়ে গৃহপালিত প্রাণিজসম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ালো প্রায় ৪.৬ শতাংশ। অন্যদিকে যখন দেশের বিভিন্ন রাজ্যে 'গরু চোর' ও গরুর মাংস খাওয়ার অপরাধে গণধোলাইয়ের পরিমাণ ক্রমবর্ধমান ঠিক সময় বর্তমান গো-সুমারির রিপোর্ট দেখে চোখ কপালে তুলছেন অনেকেই।

দেশব্যাপী গরুর সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ১৮ শতাংশ

২০১২-র গো-সুমারির পর শুধুমাত্র দেশব্যাপী গরুর সংখ্যা বেড়েছে প্রায় ১৮ শতাংশ। ওই রিপোর্টে দেখা যাচ্ছে দেশ জুড়ে বর্তমানে স্ত্রী প্রজাতির বাছুরের সংখ্যা প্রায় ১৪.৫২ কোটির সংখ্যা ছাড়িয়েছে। যা ২০১২-র তুলনায় প্রায় ১৮ শতাংশ বেড়েছে বলেও দেখা যাচ্ছে। একইসাথে গৃহপালিত পশুর সঙ্গে মোট প্রাণীজ সম্পদের পরিমাণও ২০১২-র তুলনায় প্রায় ৫৩ কোটি বেড়েছে বলেও দেখা যাচ্ছে।

একই সঙ্গে পশুপালন ও গবাদিপশু বিভাগের ওই রিপোর্টে চোখ রাখলে দেখা যায় ২০১২ গো-সুমারির পর গবাদি পশুর পাশাপাশি দেশব্যাপী মোষের সংখ্যা ১ শতাংশ বেড়ে পৌঁছেছে প্রায় ১০ কোটির কাছাকাছি।

পাশাপাশি গৃহপালিত পশুদের উপর চালানো এই পরিসংখ্যানের হিসাব শেষে দেখা যায় দেশজুড়ে ছাগল, ভেড়া, বাছুর, ও মোষের সংখ্যা যথাক্রমে ২৭.৮ শতাংশ, ১৩.৮৭, ৩৫.৯৪ শতাংশ ও ২০.৪৫ শতাংশ বেড়েছে। দেশ ব্যাপী এই সমীক্ষা চালাতে বিভিন্ন রাজ্যের প্রশাসনের তরফে ৮০,০০০ পশু চিকিৎসকের বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয় বলে সরকারী সূত্রে খবর।

English summary
The number of cows in the country increased by about 5 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X