For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পরবর্তী শুনানি পিছলো ২৪শে জানুয়ারি পর্যন্ত

নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পরবর্তী শুনানি পিছলো ২৪শে জানুয়ারি পর্যন্ত

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ঘোষণা করে যে নির্ভয়া মামলার পরবর্তী শুনানি হবে ২০২০ সালের ২৪শে জানুয়ারি। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত পবন কুমার গুপ্তের আবেদনের শুনানি চলাকালীন এই ঘোষণা করে আদালত। ওই আবেদনে পবন দাবি করেন যে ঘটনার সময় তিনি কিশোর ছিলেন। তাই তার সাজা জুভেনাইল জাস্টিস আইনের আওতাতে হওয়া উচিত বলে এদিন জানান তিনি।

নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পরবর্তী শুনানি পিছলো ২৪শে জানুয়ারি পর্যন্ত


পবনের আইনজীবী এপি সিং এই মামলার বিষয়ে নতুন কাগজপত্র তৈরির জন্য এদিন কিছুটা সময় চান আদালতের কাছে। ওই ঘটনার সময় পবন নাবালক হওয়ায় তার মামলাটি জুভেনাইল জাস্টিস আইনের অধীনে চালানোরও দাবি করেন তিনি।

পাশাপাশি আদালতের কাছে করা আবেদনে পবন গুপ্ত দাবি করেন গ্রেপ্তারির সময় তাঁর বৈজ্ঞানিক ভাবে বয়সের ধারণা পেতে যেহেতু তার ওসিফিকেশন পরীক্ষা করা হয়নি তাই তাকে বাড়তি সুবিধা দেওয়া উচিত। পবনের আইনজীবীর তরফে আদালতে দায়ের করা পিটিশনে লেখা হয়, 'তদন্তকারী আধিকারিকেরা গ্রেফতারির সময় অভিযুক্তের কোনও ওসিফিকেশন টেস্ট করেননি। তাই তদন্তকারী কর্মকর্তাদের দায়ের করা বয়স যাচাইয়ের রিপোর্টের উপর সম্পূর্ণ ভাবে নির্ভর করা যায়না। তাই দোষী ব্যক্তিকে কিশোর ন্যায়বিচার আইনে কিশোরী হিসাবে বিবেচনা করা উচিত।"

প্রিয়াঙ্কা গান্ধী, হেমন্ত শর্মার বিরুদ্ধে ঝাড়খণ্ড নির্বাচন কমিশনে বিজেপিপ্রিয়াঙ্কা গান্ধী, হেমন্ত শর্মার বিরুদ্ধে ঝাড়খণ্ড নির্বাচন কমিশনে বিজেপি

English summary
The next hearing of the Nirbhaya gang rape is on January 24th
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X