For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকট ঠেকাতে হেলিকপ্টার থেকে টাকা ফেলবে সরকার ? আসল খবর জানুন

সংকট ঠেকাতে হেলিকপ্টার থেকে টাকা ফেলবে সরকার ? আসল খবর জানুন

  • |
Google Oneindia Bengali News

সাড়া দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ভুয়ো খবরের ঘনঘটা। এর জন্য কখনও হাতিয়ার করা হচ্ছে মূল ধারার গণমাধ্যম তো কখনও সোশ্যাল মিডিয়া। সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে করোনা সংকট ঠেকাতে এবার হেলিকপ্টার থেকে টাকা দেবে সরকার।

করোন নিয়ে ছড়াচ্ছে গুজব

করোন নিয়ে ছড়াচ্ছে গুজব

এদিকে পোস্টটি বেশ কয়েকবার শেয়ারও করা হয়েছে, এমনকি হোয়াটসঅ্যাপেও ফরোয়ার্ড করা হয়েছে। কিন্তু প্রশাসন এই গুজবে কান না দিতে অনুরোধ করছে। সংকট ঠেকাতে সরকার দ্বিতীয় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করলেও তার মধ্যে হেলিকপ্টার থেকে অর্থ ফেলার কোনও খবর নেই বলেই জানা যাচ্ছে।

ভুয়ো খবরে কান না দেওয়ার অনুরোধ

ভুয়ো খবরে কান না দেওয়ার অনুরোধ

অর্থাত্ এই তথ্যটি সম্পূর্ণই ভুয়ো খবর। এর আগেও এই বিষয়ে একাধিক গুজবে ছড়াতে দেখা যায় লোক মুখে। সোশ্যাল মিডিয়ায় পাঠানো একাধিক মেসেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত ভারতীয়কে ১৫,০০০ টাকা করে দেবে বলে রটানো হয়।

শেষ ভাষণেও এই জাতীয় কোনও ঘোষণা করেননি মোদী

শেষ ভাষণেও এই জাতীয় কোনও ঘোষণা করেননি মোদী

সূত্রের খবর, এটিও সম্পূর্ণ ভুয়ো খবর এবং সরকার এই জাতীয় কোনও ঘোষণা এখনও পর্যন্ত করেনি। এমনকী প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে তাঁর শেষ ভাষণকালেও এই সংক্রান্ত কোনও ঘোষণা করেননি। তাঁর শেষ ভাষণে লকডাউন কেবলমাত্র ৩রা মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করতে দেখা যায়, এবং তচতার পরের দিন এই সংক্রান্ত বিধিবদ্ধ একটি নির্দেশিকা প্রকাশ করা হয় সরকারি ভাবে।

English summary
The news of the helicopter withdrawing money in the Corona crisis is utterly false
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X