For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের সমর্থনে গাড়ির বদলে ট্র‌্যাক্টরে করে বাড়ি ফিরলেন সদ্য বিবাহিত শিখ দম্পতি

কৃষকদের সমর্থনে গাড়ির বদলে ট্র‌্যাক্টরে করে বাড়ি ফিরলেন সদ্য বিবাহিত শিখ দম্পতি

Google Oneindia Bengali News

তিন কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলন ৬৯দিনে পড়ল। সরকারের সঙ্গে বারংবার কৃষকদের আলোচনা ব্যর্থ হওয়ায় প্রজাতন্ত্র দিবসের দিন তা বিরাট চেহারা নেয়। তবে দেশের মানুষ প্রতিবাদকারী কৃষকদের সমর্থনে রয়েছেন এবং তাঁদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। কৃষকদের ট্র‌্যাক্টর প্যারেড ও তাঁদের প্রতিবাদকে সমর্থন করতে উত্তরাখণ্ডের সদ্য বিবাহিত শিখ যুগল গাড়ির বদলে ট্র‌্যাক্টরে করে বিয়ের আসর থেকে বাড়ি এলেন।

কৃষকদের সমর্থনে গাড়ির বদলে ট্র‌্যাক্টরে করে বাড়ি ফিরলেন সদ্য বিবাহিত শিখ দম্পতি


রিপোর্টে জানা গিয়েছে, শিভলজীত সিং এবং সন্দীপ কউর শনিবার রাতে উধর সিং নগরের বাজিপুর এলাকার গুরুদ্বারে শনিবার বিয়ে সারেন। বিয়ে চলাকালীন ওই যুগল কৃষকদের কারণকে সমর্থন করতে গান চালান এবং এমনকী বিয়েতে উপস্থিতি অতিথিরাও কৃষকদের পক্ষে স্লোগান তোলেন। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর ওই শিখ যুগল প্রতীকি হিসাবে গাড়ির বদলে ট্র‌্যাক্টরে করে বাড়ি যান। নববধূর বাবা তারসেম সিং জানিয়েছেন উভয় পরিবারই বিয়ের জন্য সংরক্ষণ করে রাখা অর্থ গুরুদ্বারে দান করেন, যাতে গুরুদ্বার প্রতিবাদরত কৃষকদের জন্য লঙ্গারের ব্যবস্থা করতে পারে।

নববধূ সন্দীপ কউর বলেন, 'গত ২ মাস ধরে বৃদ্ধ ব্যক্তি, পুরুষ, মহিলা ও শিশুরা ভীষণ সঙ্কটে রয়েছেন, তাঁরা শুধু নিজেদের জন্যই প্রতিবাদ করছেন না। এই কঠোর আইনের যদি সংস্কার না করা হয়, পুরো দেশ এর ফল ভোগ করবে। আমরা আমাদের সমর্থন দেখিয়েছি কৃষকদের।’ ২০২০ সালের ডিসেম্বরে একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল হরিয়ানার কর্নালে। নিজের রাজ্যের কৃষকদের সমর্থনের জন্য বর বিলাসবহুল গাড়ি ছেড়ে ট্র‌্যাক্টরে করে বিয়ে করতে এসেছিলেন। বর সুমিত ধুল বলেন, '‌আমরা শহরে চলে যেতে পারতাম কিন্তু আমাদের শিকড় কৃষিতে। কৃষক আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। আমরা এই বার্তা দিতে চাই যে কৃষকদের জনতার সমর্থন পাওয়া দরকার।’‌ ‌

বরাত জোরে রক্ষা মা ফ্লাইওভারে, বাইক থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচলেন আরোহীবরাত জোরে রক্ষা মা ফ্লাইওভারে, বাইক থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচলেন আরোহী

English summary
Newlywed Sikh couple returns home on tractor instead of car as a symbol to support farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X