For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও উন্নতমানের জাল নোট ভারতে ছড়াচ্ছে ইমরানের পাকিস্তান, রিপোর্ট এনআইএ-র

আরও উন্নতমানের জাল নোট ভারতে ছড়াতে হাত লাগিয়েছে পাকিস্তান, রিপোর্ট এনআইএ-র

  • |
Google Oneindia Bengali News

'ভারতে উচ্চমানের জাল নোট সরবরাহের পিছনে হাত রয়েছে ইমরান খানের পাকিস্তানের।' ২০১৬ সালে ভারতে বিমুদ্রাকরণের পর ভারতে জালনোটের প্রসার সম্পর্কে বলতে গিয়ে এমনটাই জানাল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি(এনআইএ)। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমনমূলক বৃহত্তর কর্মসূচী গড়ে তুলতে চলতি সপ্তাতেই দিল্লিতে শুরু হয়েছে এটিএস এবং এসটিএফ শীর্ষ কর্তাদের নিয় বৈঠক।

আরও উন্নতমানের জাল নোট ভারতে ছড়াতে হাত লাগিয়েছে পাকিস্তান, রিপোর্ট এনআইএ-র

এখানেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সামনে জাল নোট সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে এনআইএ ইন্সপেক্টর জেনারেল অলোক মিত্তল সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন ' প্রধানত দেশের পশ্চিম সীমান্ত ও নেপাল বর্ডার দিয়েই এই উচ্চমানের জাল নোট দেশে প্রবেশ করছে।’ এতদিন বাংলাদেশ থেকে যে জালনোট গুলি ভারতে পাচার করা হতো সেগুলির গুনমান এত ভালো না থাকার কারণে বলে সহজেই তা ধরা যেত না বলে এদিন জানান এনআইএ-র এই অধিকর্তা। ’

অন্যদিকে এদিনে এনআইএ-র ডাইরেক্টর জেনারেল যোগেশ চন্দ্র মোদি জানান জামাত-উল-মুজাহিদিন-বাংলাদেশের প্রায় ১২৫ জন সন্দেহভাজন জঙ্গির তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। দেশজুড়ে সন্ত্রাসবাদের প্রসার ও জালনোটের মাত্রতিরিক্তি বৃদ্ধির জন্য অন্যতম কারণ হিসাবে তিনি অনুপ্রবেশ সমস্যাকেই চিহ্নিত করেন। দ্রুততার সঙ্গে জঙ্গি দমনমূলক কর্মসূচী বাস্তবায়ন করেতে সীমান্ত সংলগ্ন একাধিক রাজ্যের নিরাপত্তা আধিকারিকদের কাছে এই তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ২০০৭ সালের পর থেকে ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটকের মতো রাজ্য গুলিতে জামাত-উল-মুজাহিদিন-বাংলাদেশে(জেএমবি) ক্রমেই তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে বলেও এদিন শঙ্কা প্রকাশ করেন এনআইএ-র এই শীর্ষ কর্তা।

২০১৬ সালের বিমু্দ্রাকরণের প্রধান কারণ হিসাবে জালনোট দূরীকরণকেই চিহ্নিত করেছিল কেন্দ্র সরকার। রাতারাতি বাজার থেকে উঠে গিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। পরবর্তী সময়ে যা নিয়ে বারংবার উত্তাল হয়েছে দেশের রাজ্য রাজনীতি। নাভিশ্বাস ওঠার যোগার হয়েছে সাধারণ মানুষের। সরকারের এই সংস্কারমূলক কাজকে বিরোধীরা 'নোট-বন্দি’ হিসাবে দাগিয়ে দিলেও পরবর্তীতে গত জুনের লোকসভা অধিবেশনে সরকার জানায় বিমুদ্রাকরণের পর এখনও পর্যন্ত প্রায় ৫০লক্ষ কোটি টাকার জাল নোট উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইমরান গোপনে অবৈধ অর্থ নিয়ে চলেছেন কোথা থেকে! পাক প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী রেহামইমরান গোপনে অবৈধ অর্থ নিয়ে চলেছেন কোথা থেকে! পাক প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী রেহাম

English summary
The new twist is the active fake currency cycle again in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X