For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলাতে চলেছে আয়কর আইন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রিপোর্ট পেশ টাস্ক ফোর্সের

আয়কর আইন ১৯৬১-র বদল আনতে চাইছে মোদী সরকার। কী কী পরিবর্তন করা সম্ভব তা নিয়ে একটি রিপোর্টে কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারামনকে জমা দিয়েছে টাস্ক ফোর্স। যার নেতৃত্বে রয়েছেন সিবিডিটির সদস্য অখিলেশ রঞ্জন।

Google Oneindia Bengali News

আয়কর আইন ১৯৬১-র বদল আনতে চাইছে মোদী সরকার। কী কী পরিবর্তন করা সম্ভব তা নিয়ে একটি রিপোর্টে কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারামনকে জমা দিয়েছে টাস্ক ফোর্স। যার নেতৃত্বে রয়েছেন সিবিডিটির সদস্য অখিলেশ রঞ্জন।

বদলাতে চলেছে আয়কর আইন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রিপোর্ট পেশ টাস্ক ফোর্সের

এছাড়াও রয়েছেন, গিরিশ আহুজা, রাজীব মেমানি, আইনজীবী মুকেশ প্যাটেল, মানসি কেডিয়া এবং জিসি শ্রীবাস্তব।

২০১৭ সালের নভেম্বর মােস এই টাস্ক ফোর্সটি তৈরি করা হয়েছিল। ২০১৯ সালের ৩১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল তাঁদের। তার পরেও তাঁরা বেশি সময় চেয়েছিলেন।

[আরও পড়ুন:দিনের বাছাই করা সেরা ছবিগুলি দেখুন একঝলকে]

সেই হিসেবেই ১৯ অগস্ট তাঁরা রিপোর্ট জমা দেবেন জানা গিয়েছে। এই টাস্ক ফোর্ট আয়কর আইনে কী কী পরিবর্তন আনা সম্ভব এবং কর ব্যবস্থায় কী কী পরিবর্তন করা যায় তা নিয়ে একটি রিপোর্ট সরকারকে জমা দেবে। এছাড়াও অন্যান্য দেশে আয়কর ব্যবস্থা কী কী রয়েছে তার সঙ্গে তুল্যমল্য বিচার করবে। এবং অন্যান্য দেশের আয়কর আইনের কোন ভাল এবং দেশের পক্ষে কোনটা উপযোগী হতে পারে তা নিয়ে একটি রিপোর্ট তারা জমা দেবে।

মনে করা হচ্ছে এই টাস্ক ফোর্স একটি সুষ্ঠু এবং সুসঙ্ঘবদ্ধ আয়কর আইনের খসড়া তৈরি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে তুলে দেবেন।

English summary
The new direct tax code will replace the existing income tax act of 1961
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X