For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISRO-র নতুন চেয়ারম্যান হচ্ছেন রকেট বিজ্ঞানী এস সোমানাথ

ISRO-র নতুন চেয়ারম্যান হচ্ছেন রকেট বিজ্ঞানী এস সোমানাথ

  • |
Google Oneindia Bengali News

এপিজে আবদুল কালামের উত্তরসূরীদের দলে নাম লেখালেন তারই প্রতিবেশী রাজ্য কেরলের এক বিজ্ঞানী। কোল্লামের সিনিয়র রকেট সায়েন্টিস্ট এবার ইসরোর চেয়ারম্যানের দায়িত্বে সামলাতে এলেন৷ বুধবার সিনিয়র রকেট বিজ্ঞানী এস সোমানাথকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর দশম চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব (ডিওএস) হিসাবে নিযুক্ত করা হয়েছে। কে সিভানের স্থলাভিষিক্ত হলেন সোমানাথ৷ এর আগে করোনাকালীন পরিস্থিতিতে কে সিভানকে একবছরের জন্য বর্ধিত সময় দেওয়া হয়েছিল ইসরোর চেয়ারম্যান হিসেবে৷ ১৪ জানুয়ারি সিভানের সেই দায়িত্ব সম্পন্ন হচ্ছে৷

ISRO-র নতুন চেয়ারম্যান হচ্ছেন রকেট বিজ্ঞানী এস সোমানাথ

ইসরোর চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়ার আগে সোমানাথ, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর পদে ছিলেন৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে দেশে একটি স্পেস ইন্টারপ্রাইজ তৈরি করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি হবে ভারতের এমন একটি মহাকাশ সংস্থা যেখানে সমস্ত দেশের মহাকাশ গবেষণায় অংশীদার সমস্ত সংস্থা যেমন ডিএসও, ইসরো, ইন-স্পেস এবং নতুন স্টার্টআপগুলি মহাকাশ গবেষণার কর্মসূচিকে আরও বড় পরিসরে সম্প্রসারণের জন্য কাজ করবে৷

ভিএসএসসি ডিরেক্টর হওয়ার আগে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার (এলপিএসসি) এর পরিচালক হিসাবে আড়াই বছরের দায়িত্ব পালন করেছিলেন সোমানাথ। অন্যান্য বিষয়ের মধ্যে, সোমানাথ উচ্চ থ্রাস্ট সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিনের শক্তিবাড়ানোর উন্নয়ন কার্যক্রম, একটি দ্রুত ট্র্যাক হার্ডওয়্যার রিয়েলাইজেশন অ্যান্ড টেস্ট প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং চন্দ্রযান-২-এর ল্যান্ডারের জন্য থ্রোটেবল ইঞ্জিনের ডেভেলপমেন্ট এবং জিএসএটি-৯-এর একটি বৈদ্যুতিক প্রপালশন সিস্টেমের সফল উড়ানের জন্য কৃতিত্ব এবং প্রশংসা পান।

সোমানাথ সংবাদমাধ্যমকে আরও বলেন, তাঁর আরও একটি দায়িত্ব হল দেশের সামগ্রিক মহাকাশ কর্মসূচি নিয়ে সরকারী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএসওকে ভারতে মহাকাশ উদ্যোগের সম্প্রসারণ ঘটানোর সংস্থা হিসবে তৈরি করা। কর্ম জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগে সোমানাথ কোল্লামের টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন। এরপর তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরে গোল্ডমেডেল পান। ১৯৮৫ সালে সালে তিমি ভিএসএসসি-তে যোগদান করেন এবং প্রাথমিক পর্যায়ে পিএসএলভি ইন্টিগ্রেশন টিমের লিডার ছিলেন। পরে পিএসএলভির প্রজেক্ট ম্যানেজার হিসেবে তিনি মেকানিজম, পাইরো সিস্টেম, ইন্টিগ্রেশন এবং স্যাটেলাইট লঞ্চ সার্ভিস ম্যানেজমেন্টের ক্ষেত্রগুলি পরিচালনা করেন। ২০০৩ সালে জিএসএলভি MKIII প্রকল্পে যোগ দিয়েছিলেন সোমনাথ৷

English summary
The new chairman of ISRO is S Somanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X