For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০১৭ : সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯ টি ঘোষণা একনজরে

এবারের ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি উঠে আসছে সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

এবারের কেন্দ্রীয় বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা নিয়ে যেমন নতুন প্রস্তাব রাখা হয়েছে তেমনই করছাড়ের নতুন ঘোষণা করেছে কেন্দ্র। ছোট ও মাঝারি কোম্পানিগুলিকে আরও বেশি করে সুযোগ করে দিতে নানা সুবিধার কথা বলা হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলির অনুদান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবারের ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি উঠে আসছে সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।[Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে]

এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জানুন একনজরে

এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ

  • রাজনৈতিক দলগুলিকে নগদে অনুদানের ঊর্ধ্বসীমা ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজারে নামিয়ে আনা হয়েছে। এর বেশি টাকা কোনও দল নগদে নিতে পারবে না।[রেল নিয়ে কী রইল সাধারণ বাজেটে?]
  • ৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন অবৈধ বলে এদিন বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
  • ২.৫-৫ লক্ষ টাকার মধ্যে থাকা ব্যক্তিদের ৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে যা ছিল ১০ শতাংশ। এর ফলে যে সমস্ত মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাদের আয়ে ৫০ শতাংশ সেভিংস করার সুযোগ পাবেন।[বাজেট ২০১৭ : নোট বাতিল প্রসঙ্গে যা যা বললেন অরুণ জেটলি!]
  • ৩ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের কোনও আয়কর দিতে হবে না। ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত যাদের আয় তাদের ১০ শতাংশ সারচার্জ দিতে হবে।
  • যে সংস্থা বা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ তাদের কর্পোরেট করে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।[সাধারণ বাজেট: কী কী পেল প্রতিরক্ষা ক্ষেত্র? ]
  • ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফআইপিবি তুলে দেওয়া হল। এই সংস্থা সমস্ত ধরনের এফডিআই প্রস্তাবে সম্মতি জানানোর কাজ করত।
  • আরবিআইয়ে পেমেন্ট রেগুলেটরি বোর্ড তৈরি হবে। এই বোর্ড পেটিএমের মতো ই-ওয়ালেটের উপরে কড়া নজর রাখবে।
  • বাজেটে আর্থিক ঘাটতির পরিমাণ এই ২০১৭-১৮ আর্থিক বর্ষে থাকবে ৩.২ শতাংশ যা ২০১৮-১৯ আর্থিক বর্ষে কমে দাঁড়াবে ৩ শতাংশে।[বাজেট ২০১৭ : আয়কর ছাড় সংক্রান্ত যে সিদ্ধান্তের ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক]
  • ২০১৭-১৮ আর্থিক বর্ষে কেন্দ্রীয় সরকারের মোট বাজেট বরাদ্দ রাখা হয়েছে ২১.৪৭ লক্ষ কোটি টাকা।
English summary
The most important takeaways of Union Budget 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X