For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু মেয়ের বিয়ের জন্য নবি উৎসব বাতিল করল মসজিদ কর্তৃপক্ষ

হিন্দু মেয়ের বিয়ের জন্য নবি উৎসব বাতিল করল মসজিদ কর্তৃপক্ষ

Google Oneindia Bengali News

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা গেল কেরলে। হিন্দু মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য নিজেদের ধর্মীয় উৎসব বাতিল করে দিল মসজিদ কর্তৃপক্ষ। আইডিভেট্টি জুমা মসজিদ মহল কতৃপক্ষ রবিবার বড়মনের পরিচয় দিল। এদিনই মসজিদের পাশে থাকা মন্দিরে এক হিন্দু মেয়ের বিয়ে ছিল। বিয়েটা যাতে নির্বিঘ্নে হয় তার জন্যই এই সিদ্ধান্ত মসজিদ কর্তৃপক্ষের। তবে ধর্মীয় অনুষ্ঠান বাতিল করে দিয়েই ক্ষান্ত হয়নি মসজিদ কর্তৃপক্ষ, হিন্দু বিয়েতে সক্রিয়ভাবে অংশ নিয়ে যথাযথ সঞ্চালকের ভূমিকা পালন করেছে তারা।

হিন্দু মেয়ের বিয়ের জন্য নবি উৎসব বাতিল করল মসজিদ কর্তৃপক্ষ


বিয়ের পর ২২ বছরের প্রত্যুষা এ পি বরের বাড়ি যাওয়ার আগে জামা মসজিদ কর্তৃপক্ষের সদস্যদের মন থেকে ধন্যবাদ জানান। জানা গিয়েছে, চেম্মামকোঝির ছানগারোথ গ্রাম পঞ্চায়েতে বাড়ি প্রত্যুষার। তাঁর বাড়ি এবং মসজিদের মাঝে রয়েছে শুধু চার মিটার লম্বা একটি রাস্তা। মসজিদ চত্ত্বরে রয়েছে মাদ্রাসাও। মহল কমিটির সেক্রেটারি এন সি আবদুরহমান বলেন, '‌আমরা যখন জানতে পারি যে মহম্মদের জন্মদিনের দিনই বিয়ের অনুষ্ঠান রয়েছে, তখন মহল কমিটির সদস্যরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিই যে ১৭ নভেম্বর এই ধর্মীয় অনুষ্ঠানটি হবে।’‌ সাধারণত মিলাদ–উন–নবি উৎসবে সারাদিন ধরে অনুষ্ঠান হয়, খাওয়ানো হয় গ্রামবাসীদের। বিয়ের অনুষ্ঠানের মধ্যেই এই উৎসব চললে সমস্যা হতে পারত। মহল কমিটির সদস্য ও টি বসির বলেন, '‌উৎসব অবশ্যই অন্য দিনও করা যেতে পারে। কিন্তু বিয়ের মতো বিশেষ অনুষ্ঠান সেটা পেছানো যায় না এবং মেয়েটি মসজিদের কাছেই থাকে।’‌

প্রত্যুষার ভাই প্রসূণ এ পি বলেন, '‌যখন বিয়ের তারিখ ঠিক হয়, তখন মিলাদ–উল–নবির তারিখটা আমাদের নজরে পড়েনি। তাহলে আমি অবশ্যই মহল কর্তৃপক্ষকে তাদের উৎসব পিছোতে দিতাম না। বরং একই দিনে দু’‌টো অনুষ্ঠানই হতো।’‌ বিয়ের জন্যে ধর্মীয় উৎসব বাতিল করে দেওয়ার কথা জানতে পেরে সদ্য বিবাবহিত প্রত্যুষা এবং তাঁর স্বামী বিয়ের পরই ওই মসজিদে গিয়ে মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আসেন। ‌‌

English summary
Soon after tying the knot and before leaving to the groom’s house, the bride, Prathyusha A P, 22, called on the mahal committee members and wholeheartedly thanked them for the wonderful gesture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X