For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যত কাঁদা ছুঁড়বে তত পদ্ম ফুটবে', কংগ্রেসকে পাল্টা দিলেন নরেন্দ্র মোদী

মোদী বলেন, ১২৫ বছরের দলের এখন এমন অবস্থা যে বিরোধীদের সঙ্গে জোট করে বেঁচে থাকতে হচ্ছে। কংগ্রেসের উচিত ঔদ্ধত্য ছেড়ে আত্মবিচার করা।

  • |
Google Oneindia Bengali News

একাধিক ইস্যুতে কেন্দ্রকে তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তেড়ে আক্রমণ করেছে কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী এমনকী প্রধানমন্ত্রীকে চোর বলতেও ছাড়েননি। এদিনও সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতারা বাছা বাছা আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। তারই পাল্টা দিলেন প্রধানমন্ত্রী।

যত কাঁদা ছুঁড়বে তত পদ্ম ফুটবে, কংগ্রেসকে পাল্টা দিলেন মোদী

মোদী বলেন, ১২৫ বছরের দলের এখন এমন অবস্থা যে বিরোধীদের সঙ্গে জোট করে বেঁচে থাকতে হচ্ছে। কংগ্রেসের উচিত ঔদ্ধত্য ছেড়ে আত্মবিচার করা। কেন ক্ষমতায় থাকার পর লোকসভায় তাদের দলের আসন কমে ৪৪টিতে নেমে এল।

রাফায়েল বিমান কেনা বিতর্ক নিয়ে মোদী জবাবে বলেছেন, বিরোধীরা কাদা ছোঁড়াছুড়িতে নেমেছে। কংগ্রেস যত কাঁদা ছুঁড়বে, ততই সেখানে পদ্ম ফুটবে। কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে সংখ্যালঘুদের নিয়ে। যা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

এদিন মধ্যপ্রদেশের ভোপালে জনসভায় মোদী বলেন, ২০১৯ সালে বিজেপিকে হারাতে মহাজোট করার ডাক দিয়েছে কংগ্রেস। আসলে মহাজোট হচ্ছে নির্বাচনে হারার ভয়ে। ছোট দলকে আঁকড়ে বেঁচে থাকতে চাইছে কংগ্রেস।

এদিন বারবার কংগ্রেসের বিভেদের রাজনীতির সমালোচনা করতে শোনা গিয়েছে মোদীকে। কংগ্রেস আমলে কোনও রাজ্যে বিজেপির সরকার থাকলে তা চালাতে দেওয়া হয়নি। কংগ্রেস দেশ গড়ার বদলে দেশ ভাঙার কাজ করেছে বলে অভিযোগ করেছেন মোদী।

প্রসঙ্গত, এদিন কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে। রাফায়েল নিয়ে রাহুল গান্ধী ফের একবার তোপ দেগেছেন। তাঁকে চৌকিদারের বদলে ফের চোর বলেছেন। যার প্রেক্ষিতে ফের বিজেপি মুখ খুলেছে। জনসভায় সরাসরি প্রতিবাদ না করে ঘুরিয়ে কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
The more mud Congress sling, the more lotus will bloom, says PM Modi in BJP's Bhopal rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X