For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপত্যকায় সন্ত্রাসবাদীদের হিট-লিস্টে এবার অভিবাসী শ্রমিকেরা

উপত্যকায় সন্ত্রাসবাদীদের হিট-লিস্টে এবার অভিবাসী শ্রমিকেরা

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের নিশানায় এবার ভিন রাজ্যের অভিবাসী শ্রমিকেরা। ভিন রাজ্য থেকে কাশ্মীরে কাজের সন্ধানে আসা ৮হাজার থেকে ১০ হাজার ইট ভাটার অস্থায়ী শ্রমিকদের এবার টার্গেট করেছে জঙ্গিরা। সাম্প্রতিক ভারতের গোয়েন্দা দফতর কর্তৃক একটি প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে জম্মু-কাশ্মীরের ভারত-পাক নিয়ন্ত্রণ রেখার লাগোয়া এলাকা গুলিতে ভিন রাজ্যের অস্থায়ী শ্রমিকদের পাশাপাশি বিশেষত ইট ভাটার শ্রমিকদের উপর জঙ্গি আক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গোয়েন্দা দফতরের অনুসন্ধান

গোয়েন্দা দফতরের অনুসন্ধান

এদিকে গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কুলগামের কাটরাসু গ্রামে জঙ্গি আক্রমণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পাঁচ শ্রমিকের হত্যার ঘটনা ঘটে। সূত্রের খবর পাশাপাশি উপত্যকায় অশান্তি জারি রাখতে বিশেষত সোপিয়ান ও পুলওয়ামায় অভিবাসী শ্রমিকদের টার্গেট করছে জঙ্গিরা।

কাশ্মীরে ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপ পরিষেবা পুনরায় শুরু হলে সাংগঠনিক মজবুতি আরও জোরদার করার বিষয়েও আশাবাদী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। কয়েকদিন আগেই জঙ্গিদের একটি মোবাইল কথোপকথন হাতে আসে গোয়েন্দাদের। ওই কথোপকথনে স্পটতই এক সন্ত্রাসবাদীকে তার সহকারীকে বলতে শোনা যায়, ""মোবাইল খুলনে ওয়ালে হ্যায় আব কোর্ডিনেশন আসান হো জায়েগি"। গোয়েন্দা সংস্থাগুলি এই বিষয়ে ইতিমধ্যেই সরকারকে অবহিত করেছে।

বেড়ে চলেছে অভিবাসী শ্রমিকদের মৃত্যু সংখ্যা

বেড়ে চলেছে অভিবাসী শ্রমিকদের মৃত্যু সংখ্যা

এদিকে ভিন রাজ্যের শ্রমিকদের হত্যার পাশাপাশি চলতি সপ্তাহের ৪ঠা নভেম্বর শ্রীনগরের সবচেয়ে ব্যস্ততম গনি খান মার্কেটে একটি গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। প্রাণ যায় উত্তর-প্রদেশের সাহারানপুর জেলার রিঙ্কু সিং নামে এক অভিবাসী বিক্রেতার। ২০ জনেরও বেশি পথচারী ওই হামলার ঘটনায় আহত হয়। এই ঘটনার জেরে ১৪ই অক্টোবরের পর উপত্যকায় অস্থায়ী শ্রমিক ছাড়াও অন্য অসংগঠিত পেশার সাথে যুক্ত ভিন রাজ্যের মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২।

জঙ্গিদের সংখ্যা বাড়ছে লঞ্চ প্যাড গুলিতে

জঙ্গিদের সংখ্যা বাড়ছে লঞ্চ প্যাড গুলিতে

এই ধরণের হামলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবাদীরা ইতিমধ্যে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন একাধিক এলাকায় জড়ো হচ্ছে বলেও সূত্রের খবর। লঞ্চ প্যাডে সন্ত্রাসীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। গোয়েন্দা সূত্র অনুযায়ী চলতি সপ্তাহে সেই সংখ্যা ৮৬ থেকে বেড়ে ১২৪-এ দাঁড়িয়েছে। দুধনিয়াল লঞ্চ প্যাড সহ একাধিক লঞ্চ প্যাডে তাদের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। পুঞ্চ সহ পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণে জঙ্গি গতিবিধি শনাক্ত করতে পেরেছেন গোয়েন্দারা।

সীমান্তে পাক এসএসজি কমান্ডোদের উপস্থিতি

সীমান্তে পাক এসএসজি কমান্ডোদের উপস্থিতি

অন্যদিকে দক্ষিণ কাশ্মীরে সীমান্তরেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর সেরা প্রশিক্ষিত কয়েকজন সৈনিক বা স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কমান্ডোদের উপস্থিতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনার। গত সপ্তাহ থেকে এখনও পর্যন্ত দশ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানা গেছে। ব্যাটেল অ্যাকশন টিমের দ্বারা ভারত-পাক সীমান্তে সেনা ছাউনি গুলিতে আক্রমণের উদ্দেশ্যেই এই বিশেষ প্রশিক্ষিত পাক সেনা জওয়ানেরা এক জায়গায় জড়ো হচ্ছেন বলে ভারতীয় সেনা সূত্রে খবর।

English summary
the migrant workers are now on the hit list of terrorists in the valley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X