For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্ল্যাস্টিক ব্যাগ দিতে অস্বীকার, গ্রাহকের হাতে খুন হতে হল বিক্রেতাকে

প্ল্যাস্টিক ব্যাগ দিতে অস্বীকার, গ্রাহকের হাতে খুন হতে হল বিক্রেতাকে

Google Oneindia Bengali News

প্ল্যাস্টিক ব্যাগ দিতে না চাওয়ায় গ্রাহকের হাতে খুন হতে হল বিক্রেতাকে। ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির এক বেকারিতে। জানা গিয়েছে, ৪৫ বছরের ওই ব্যক্তির মাথায় ইট দিয়ে মারা হয় এরপরই তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

প্ল্যাস্টিক ব্যাগ দিতে অস্বীকার, গ্রাহকের হাতে খুন হতে হল বিক্রেতাকে


মৃতের পরিবার জানিয়েছে, দয়ালপুর এলাকার এক বেকারিতে কাজ করতেন খলিল আহমেদ। ১৫ অক্টোবর ওই দোকানে আসা এক ক্রেতাকে তিনি পলিথিন ব্যাগ দিতে অস্বীকার করেন। এরপরই ওই গ্রাহকের সঙ্গে খলিলের জোর তর্ক বেধে যায়। রাগের বশে ওই গ্রাহক বিক্রেতার মাথায় ইট দিয়ে হামলা করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে খলিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরই অভিযুক্ত ২৪ বছরের যুবক ফৈজান খান পলাতক। প্রসঙ্গত, গোটা দেশজুড়ে এমনিও প্ল্যাস্টিক ব্যাগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দোকানে আসা ফৈজানকে সে কথা বলেছিলেন খলিল আহমেদ। ফৈজান খানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে খুঁজছে। খলিলের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

English summary
On October 15, the middle-aged man refused to give a polythene bag to one of the customers at the shop,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X