For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ু দূষণের কবল থেকে বাঁচতে এবার দেবদেবীদের মুখেও দূষণ নিরোধক মাস্ক বারাণসীতে

বায়ু দূষণের কবল থেকে বাঁচতে এবার দেবদেবীদের মুখেও দূষণ নিরোধক মাস্ক বারাণসীতে

  • |
Google Oneindia Bengali News

দীপাবলির পর উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বায়ু দূষণের জেরে শুধুমাত্র সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এমনটা না, দূষণের জেরে জেরবার দেবতারাও। তাই এবার দেবদেবীদের দেখা মিললো বায়ু দূষণ নিরোধক 'মুখোশ' পরিহিত অবস্থায়!

বায়ু দূষণের কবল থেকে বাঁচতে এবার দেবদেবীদের মুখেও দূষণ নিরোধক মাস্ক বারাণসীতে


দীপাবলির পর থেকেই উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলেরই বায়ু দূষণের পরিমাণ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত দূষণ থেকে স্বাস্থ্য সুরক্ষিত রাখতে দূষণ নিরোধক মাস্কেই ভরসা সাধারণ মানুষের। কিন্তু দূষণ থেকে রক্ষা পেতে ভক্তরা এবার দেবদেবীদের মুখেও তুলে দিয়েছেন দূষণ নিরোধক মাস্ক। উত্তরপ্রদেশের মন্দিরে ঘটা এই বিস্ময়কর ঘটনার জেরে জেরে হতবাক দেশবাসী।

ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র খোদ বারাণসীতে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বারাণসীর সিগরা অঞ্চলে দুর্গা, কালী সহ একাধিক দেবদেবীদের মূর্তিকে মাস্ক পরিহিত অবস্থাতেই দেখলো সাধারণ মানুষ। ওই এলাকার এক মন্দিরের পুরোহিত বলেন, "মন্দিরের উপাসক মণ্ডলীর তরফ থেকেই এটা ঠিক করা হয়েছে। আসলে দূষণ থেকে দেবদেবীদের রক্ষা করতে তাদেরকেও মাস্ক পরানো উচিত ।"

মন্দিরের অপর এক পুরোহিত বলেন," আমরা কিভাবে দূষণের কুপ্রভাব দেবতার উপর পড়তে দিতে পারি! নিজেদের সুরক্ষার জন্য আমরা মাস্ক পড়ছি, দেবতাদের কথাও তো আমাদের ভাবা উচিত । "

তিনি আরও বলেন," আমরা দেবদেবীদের মানুষ রূপেই দেখে থাকি। আমরা তাদের সমস্ত পার্থিব সুখই দেওয়ার চেষ্টা করি। গ্রীষ্মে আমরা দেবদেবীদের প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা করার জন্য চন্দন কাঠ থেকে তৈরি মলম লাগাই। শীতকালে ঠিক একই ভাবে কম্বল, সোয়েটার ইত্যাদি দিয়ে থাকি আমরা।"

তিনি আরও বলেন, "যখন আমরা দেবদেবীদের মানব রূপে পূজা করি তখন তো তারা অবশ্যই দূষণে আক্রান্ত হতে পারে। তাদের সুরক্ষার দিকটাও আমাদের ভাবা উচিত। " প্রসঙ্গত বর্তমানে বারানসিতে বায়ু মান সূচক ৪০০ থেকে ৪৫০-র ঘরে পৌঁছেছে। যা ২০০ অতিক্রম করলেই মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফলতে শুরু করে বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু তা দেবদেবীদের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে 'ধন্দে’ সকলেই।

English summary
The mask in the face of God is now in Uttar Pradesh to avoid the rising pollution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X