For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে মাওবাদী-সেনা সংঘর্ষে নিঁখোজ ১৪ জওয়ান, আহত বহু

ছত্তিশগড়ে মাওবাদী-সেনা সংঘর্ষে নিঁখোজ ১৪ জওয়ান, আহত বহু

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ছত্তিসগড়ের সুকমা জেলার এলজিগুন্ডায় মাওবাদীদের সঙ্গে ভারতীয় সেনা সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পরে বর্তমানে ১৪ জন সেনা-জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর।

তিন সেনার অবস্থা খুবই সঙ্কটজনক

তিন সেনার অবস্থা খুবই সঙ্কটজনক

অন্যদিকে এই সংঘর্ষে প্রচুর সেনা আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তাদের মতে, এর মধ্যে চৌদ্দ জন আহত জওয়ানকে এনকাউন্টারের জায়গা থেকে বিমানে রায়পুরে নিয়ে আসা হয়।বর্তমানে একটি বেসরকারী হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

একাধিক নকশলা নেতার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে

একাধিক নকশলা নেতার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে

সরকারী বিবৃতি অনুসারে, মাও প্রভাবিত রেড ব্রিগেডের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ওই ঘন বনাঞ্চলে এখনও প্রায় দেড় শতাধিক জওয়ান আটকে রয়েছেন। যদিও এনকাউন্টারে কোনও সেনারই নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ দাবি করেছে যে জওয়ানরা কয়েকজন নকশাল নেতাকে গুলি করে হত্যা করেছে, যদিও তাদের মরদেহ এখনও পাওয়া যায়নি।

গোটা ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানান ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল

গোটা ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানান ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল

অন্যদিকে গোটা ঘটনা সম্পর্কে পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে বলে জানা যাচ্ছে। ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল ডি এম অবস্তি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে তাঁর সরকারি বাসভবনে দেখা করে এই এনকাউন্টার সম্পর্কে জানান বলে জানা যাচ্ছে। একইসাথে গত কয়েকবছরে মাওবাদীদের অত্যাচারে সর্বাধিক ক্ষতির শিকার হয়েছে দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের সাতটি জেলা, যার মধ্যে সুকমা অন্যতম।

English summary
the maoist army clash inchhattisgarh leaves many wounded and 14 army missing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X