For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রীষ্মের ফসল ধ্বংস করতে সুদূর আফ্রিকা থেকে ধেয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল সেনা

গ্রীষ্মের ফসল ধ্বংস করতে সুদূর আফ্রিকা থেকে ধেয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল সেনা

Google Oneindia Bengali News

একদিকে যখন ভারত করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে ঠিক সেই সময় দেশবাসীর কাছে আরও এক সমস্যা এসে দাঁড়িয়েছে। তা হল পঙ্গপাল। গত একমাসে ভারতে হু হু করে প্রবেশ করেছে এই পতঙ্গ। পঙ্গপাল সেনা বহু রাজ্যের কৃষকদের চোখের ঘুম উড়িয়েছে।

আফ্রিকা থেকে এই পঙ্গপাল ভারতে প্রবেশ করে

আফ্রিকা থেকে এই পঙ্গপাল ভারতে প্রবেশ করে

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে জুন মাসে বর্ষার সময় ধান, বেত, ভুট্টা, তুলা, সোয়াবিনের বপন হয় খুব দ্রুত। সেই সময়ই পঙ্গপালের দল হামলা চালায়। বিশেষজ্ঞরা এও জানিয়েছে যে ভারতে প্রবেশের আগে পঙ্গপাল আফ্রিকা থেকে ইয়েমেন, ইরান ও পাকিস্তানে ঘুরে আসে। পাকিস্তানে বিপুল ক্ষয়ক্ষতি সাধন করার পর পঙ্গপালের দল ভারতে প্রবেশ করে রাজস্থান ও গুজরাত হয়ে। পঙ্গপালের সংখ্যা এতটাই বেশি যে কৃষক ও প্রশাসন এই পতঙ্গের কাছে নিজেদের অসহায় মনে করছেন।

উত্তরপ্রদেশে পঙ্গপালের হানা

উত্তরপ্রদেশে পঙ্গপালের হানা

পরিস্থিতি আরও বাজের দিকে এগোচ্ছে কারণ এই পঙ্গপালের দল অতি দ্রুত দেশে ছড়িয়ে পড়ছে। রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে ফসলের ব্যাপক ক্ষতি করার পর এই পঙ্গপাল এখন উত্তরপ্রদেশে হামলা চালানোর জন্য প্রবেশ করেছে। শুধুমাত্র রাজস্থানেই এই পতঙ্গ ৫ লক্ষ হেক্টর ফসল নষ্ট করেছে এবং তাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের ১৭টি জেলায়।

 গত এক বছরে পঙ্গপাল বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে

গত এক বছরে পঙ্গপাল বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে

২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে এই পঙ্গপাল। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আগ্রার জেলা কৃষি বিভাগের আধিকারিক ডাঃ রাম প্রবেশ জানিয়েছেন, এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য কৃষি বিভাগ কৃষকদের নিয়ে কাজ করছে। তিনি কৃষকদের কাছে আবেদন জানিয়েছেন যে যদি তাঁদের কোনও সহায়তার প্রয়োজন হয় তবে যেন মণ্ডল কৃষি অধিকারিকেকে জানানো হয়।

১৯৯৩ সালে পঙ্গপালের হামলা হয়

১৯৯৩ সালে পঙ্গপালের হামলা হয়

ভারতে এর আগে বিরাট পঙ্গপালের হামলা হয়েছিল ১৯৯৩ সালে। যার ফলে তিন লক্ষ হেক্টরের বেশি কৃষিজমি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এ বছরের প্রথম দিকে কৃষকরা পঙ্গপালের হাত থেকে তাঁদের গম ও তেলের বীজ উদ্ধার করেছিলেন।

লকডাউন ৫ কি আসন্ন! রবিবার কোন সময়ে ঘোষণা করতে পারেন মোদী লকডাউন ৫ কি আসন্ন! রবিবার কোন সময়ে ঘোষণা করতে পারেন মোদী

English summary
Experts warn that sowing of paddy, cane, maize, cotton and soybean is very fast during the rainy season in June. At that time the locusts attacked.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X