For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ল লকডাউনের মেয়াদ, মিম-জোকসে সারাদিন সরগরম সোশ্যাল মিডিয়া

বাড়ল লকডাউনের মেয়াদ, মিম-জোকসে সারাদিন সরগরম সোশ্যাল মিডিয়া

  • |
Google Oneindia Bengali News

এদিন সকালেই ৩রা মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্যমন্ত্রকের খতিয়ান অনুযায়ী লকডাউনের জেরেই করোনা রোধে অনেকটাই সাফল্যের মুখ দেখতে পেয়েছে প্রশাসন।

আরও ১৯ দিন লকডাউনে গোটা দেশ

আরও ১৯ দিন লকডাউনে গোটা দেশ

তাই ২১ দিনের লকডাউনের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বর্তমানে এই অবস্থা আরও ১৯ দিন বাড়াতে চলেছে সরকার। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সরকারি ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এরপরেই সোশ্যাল মিডিয়ায় লকডাউন নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

মিম-জোকসে সরগরম সোশ্যাল মিডিয়া

মিম-জোকসে সরগরম সোশ্যাল মিডিয়া

কেউ লকডাউনের পক্ষে কথা বললেো অনেককেই দেখা যায় এর ফলে দেশের অর্থনৈতিক ক্ষতির সম্পর্কে হতাশা ব্যক্ত করতে। অনেকেই আবার লকডাউনের জেরে গৃহবন্দী থেকে কী করে সময় কাটাচ্ছেন তা নিয়ে হাসি, মস্করাও শুরু করেছেন। পাশাপাশি অনেককেই এদিন এই বিষয়ে একাধিক মজার মজার মিম ও জোকসও শেয়ার করতে দেখা যায়।

মেয়াদ বাডা়নো নিয়ে কী বলছে নেটিজেনরা ?

মেয়াদ বাডা়নো নিয়ে কী বলছে নেটিজেনরা ?

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় মোদীর লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণার পরেই # লকডাউন # লক ডাউন এক্সটেন্ডেড এবং #3শে মে টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করে। এই হ্যাশ ট্যাগেই লকডাউনের মেয়াদ বাড়ানোর গুরুত্ব ও সমস্যা নিয়ে শুরু হয় জোর তরজা। অন্যদিকে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় অন্যবারের মতো এদিন প্রধানমন্ত্রী নতুন কোনো কাজ না দেওয়ায় অনেককেই মজা করে তা নিয়ে রসিকতা করতে দেখা যায়।

১ লক্ষ ২০ ছাড়িয়ে গেল করোনায় মৃতের সংখ্যা! সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত পৃথীবির কোন অংশ?১ লক্ষ ২০ ছাড়িয়ে গেল করোনায় মৃতের সংখ্যা! সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত পৃথীবির কোন অংশ?

English summary
The time of lockdown is extended and meme jokes exchanged social media during the day,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X