For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বোতাম না স্পর্শ করেই চলবে লিফট, ছবি টুইট রেলমন্ত্রীর

‌বোতাম না স্পর্শ করেই চলবে লিফট, ছবি টুইট রেলমন্ত্রীর

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশই ভয়ে জবুথবু হয়ে রয়েছে। মহামারি এই রোগ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে থাবা বসিয়েছে। চিন থেকে ছড়িয়ে পড়া এই রোগে ইতিমধ্যেই বহু মানুষ মারা গিয়েছেন আক্রান্তের সংখ্যা প্রচুর। হু এবং বিভিন্ন চিকিৎসক–বিশেষজ্ঞদের মতে সামাজিক দুরত্ব ও শারীরিক সংস্পর্শ এড়িয়ে চললেই এই রোগকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে। এই বিষয়কে মাথায় রেখেই অভিনব এক উপায় বের করেছে ভারতীয় রেল।

‌বোতাম না স্পর্শ করেই চলবে লিফট, ছবি টুইট রেলমন্ত্রীর


নোভেল করোনার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পরিচ্ছন্ন ও এই ভাইরাস যাতে না ছড়ায় তার জন্য রেলের পক্ষ থেকে এক অভিনব পদ্ধতি নিয়ে আসা হল। এই পদ্ধতির মধ্য দিয়ে কোনও স্পর্শ ছাড়াই লিফট পরিচালনা করা যাবে। প্রসঙ্গত, লিফটে বোতাম টিপে তবেই তা ওঠানামা করে। কিন্তু এই লিফটেও তো বহু মানুষ যাতায়াত করছেন এবং একাধিক মানুষের হাতের স্পর্শ থেকে যাচ্ছে বোতামে। সেখান থেকেও করোনা আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জয়পুরের পশ্চিম রেলের সদর দপ্তরে এই লিফট বসানো হয়েছে। যার কোনও বোতম স্পর্শ না করেই এই লিফট চলবে। রেলমন্ত্রী পীযুশ গোয়েল টুইটারে এই লিফটের ছবি দিয়েছেন।

কলকাতার পর এবার জলপাইগুড়িতেও কোরনা? সন্দেহভআজন রোগী ঘিরে আশঙ্কাকলকাতার পর এবার জলপাইগুড়িতেও কোরনা? সন্দেহভআজন রোগী ঘিরে আশঙ্কা

English summary
suspected coronavirus paitient admitted in jalpaiguri hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X