For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জনপ্রিয়তায় সেরা ভারতে তৈরি অ্যাপ 'কু'

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় সংস্থার মর্যাদা পেল ভারতে তৈরি 'কু' অ্যাপ

  • |
Google Oneindia Bengali News

ট্যুইটারের বিকল্প হিসেবে ইতিমধ্যেই নিজেদের স্থান বেশ পাকা করে নিয়েছে 'কু'। ভারতে তৈরি এই মাইক্রো ব্লগিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে বহু সেলেব্রিটিরও। এবার এশীয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় সংস্থার মর্যাদা পেল কু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট অ্যানালিটিক্স ব্র্যান্ড অ্যাম্পলিটিউড এই রিপোর্ট পেশ করে।

কী বলছে রিপোর্ট?

কী বলছে রিপোর্ট?

রিপোর্টে দেখা যায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভবিষ্যতের পাঁচটি জনপ্রিয়তম অ্যাপের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে 'কু'। সাধারণত নিজের মাতৃভাষায় যাতে নিজের ভাব প্রকাশ করতে পারে মানুষ। তার জন্যই এই মাইক্রো ব্লগিং সাইট। এর পাশাপাশি তালিকাটিতে রয়েছে ফাইনটেক ফার্ম এবং রিক্রুটমেন্ট প্রোডাক্টস। কু ছাড়াও তালিকাটিতে স্থান অর্জন করেছে আরও একটি ভারতীয় অ্যাপ কয়েনডিসিএক্স।

কী বলছে অ্যাম্পলিটিউডের লেখচিত্র?

কী বলছে অ্যাম্পলিটিউডের লেখচিত্র?

অ্যাম্পলিটিউডের লেখচিত্র থেকে জানা যাচ্ছে, জনপ্রিয়তম অ্যাপগুলি সাধারণত ব্যবহারকারীদের ডিজিটাল জীবনযাত্রা নির্দেশ করে। রিপোর্ট অনুযায়ী, 'কু' অ্যাপটি আদতে একটি সোশ্যাল মিডিয়া। এটি মূলত ভারতীয় ব্যবহারকারীদের জন্য তৈরি। অন্যান্য অ্যাপের তুলনায় অল্প হলেও আলাদা এটি৷ তাদের বর্তমান পরিকাঠামো অনুযায়ী ১০ কোটির বেশি মানুষ 'কু'তে অ্যাকাউন্ট খুলতে পারবেন৷

কবে বাজারে এসেছে কু?

কবে বাজারে এসেছে কু?

২০২০ সালের মার্চ মাসে বাজারে আত্মপ্রকাশ করে 'কু'। তারপর থেকেই শুরু তাদের পথচলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরশীল ভারত গড়ার ডাক দিলে বহু মানুষ 'কু'তে অ্যাকাউন্ট খোলেন। মাত্র ২০ মাসের মধ্যে ১৫ মিলিয়ন মানুষ এই সোশ্যাল মিডিয়ায় রয়েছেন। রোবাস্ট টেকনোলজি এবং অত্যাধুনিক অনুবাদক্ষমতা এই অ্যাপের বিশেষত্ব। অনেকেই মনে করছেন, আগামী বছরে ১০০ মিলিয়ন ডাউনলোড ছাড়িয়ে যাবে কু।

কী ভাবে কাজ করে কু?

কী ভাবে কাজ করে কু?

টুইটারের মতোই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম কু৷ এতে লেখা, ভিডিও ও ছবি পোস্ট করা যায়, বিভিন্ন বিষয়ের উপর নিজের পছন্দ মতো৷ জেনওয়াইয়ের বিশেষ পছন্দ এই অ্যাপটিতে সম্প্রতি। নিজের মোবাইল নম্বর কিংবা ইমেল আইডি দিয়ে এই অ্যাপে সাইন করে প্রোফাইল বানাতে হয়৷ তারপর পছন্দের মানুষদের ফলো করার সুযোগ থাকে অ্যাপে। বেশ কিছুটা টুইটারের মতো হলেও টুইটারের থেকে বেশ কিছু অতিরিক্ত ফিচার্স রয়েছে অ্যাপটিতে৷

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
competitor to Twitter, India made Koo app The has been named the most popular company in the Asia-Pacific region.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X