For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশের বিচার প্রক্রিয়া সাধারণ মানুষের নাগালের বাইরে', মন্তব্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

Google Oneindia Bengali News

শনিবার রাজস্থানের জোধপুরে এক সভায় বক্তৃতা রাখার সময় দেশের বিচার ব্যবস্থা দরিদ্রদের নাগালের বাইরে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি জোধপুরে রাজস্থান হাইকোর্টের বেঞ্চের নতুন ভবন উদবোধনে গিয়েছিলেন।

সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বিচার ব্যবস্থা

সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বিচার ব্যবস্থা

দেশের বিচার প্রক্রিয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি আরও বলেন, 'দিন দিন দেশেরে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে খরচ বেড়ে যাচ্ছে। এর জেরে ধীরে ধীরে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বিচার ব্যবস্থা। বিশেষত হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের ক্ষেত্রে এই বিষয়টা বেশি করে দেখা যাচ্ছে। সাধারণ আবেদনকারীদের জন্য সেখানে গিয়ে অভিযোগ জানানো অসম্ভব হয়ে পড়ছে।'

'গরিবরা আর হাইকোর্ট বা সুপ্রিমকোর্টে যেতে পারে না'

'গরিবরা আর হাইকোর্ট বা সুপ্রিমকোর্টে যেতে পারে না'

রাষ্ট্ররতি আরও বলেন, 'আজ কি কোনও গরিব বা বঞ্চিত শ্রেণীর মানুষ হাইকোরট বা সুপ্রিমকোর্টে এসে কোনও আবেদন জানায়? এই প্রশ্নটা খুব প্রয়োজনের। কারণ আমাদের সংবিধানের ভূমিকাতেই রয়েছে যে দেশের সকলকে সমান সুরক্ষা ও আইন বিচার দেওয়ার বিষয়ে আমরা বদ্ধপরিকর।'

মহাত্মা গান্ধীকে স্মরণ

মহাত্মা গান্ধীকে স্মরণ

গান্ধীজির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'আমরা যদি গান্ধীজির কথা স্মরণ করি। তাঁর দেখানো পথ অনুসরণ করি এবং আমরা যদি আমাদের দেশের দরিদ্রদের মুখটা একবার মনে করে নেই তাহলে আমরা খুব সহজেই সঠিক পথে এগোতে পার।'

শুক্রবারও বিচার ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন

শুক্রবারও বিচার ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন

এর আগে শুক্রবার অন্য একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছিলেন, 'পকসো আইনে অপরাধী প্রমাণ হওয়াদের ক্ষমাপ্রার্থনার আবেদন করতে দেওয়া উচিত না। এই বিষয়ে সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে। মহিলাদের সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।' হায়দারাবাদ এনকাউন্টারের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন উঠএছে তবে কী মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা শেষ? সেই সময়ে রাষ্ট্রপতির এই মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ।

English summary
The judicial process is beyond the reach of the poor, says president Ram Nath Kovind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X