For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌জেএনইউয়ের ঘটনাই দৃঢ় প্রমাণ যে সমাজ অরাজকতার দিকে যাচ্ছে:‌ চিদম্বরম

‌জেএনইউয়ের ঘটনাই দৃঢ় প্রমাণ যে সমাজ অরাজকতার দিকে যাচ্ছে:‌ চিদম্বরম

Google Oneindia Bengali News

জেএনইউ হামলায় এবার সরব হলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার এক সংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন যে জেএনইউয়ের হামলাকারীদের সনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হোক।

‌জেএনইউয়ের ঘটনাই দৃঢ় প্রমাণ যে সমাজ অরাজকতার দিকে যাচ্ছে:‌ চিদম্বরম


তিনি বলেন, '‌আমরা দাবি জানাচ্ছি যে হামলাকারীদের সনাক্ত করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হোক এবং বিচার পদ্ধতিতে নিয়ে আসা হোক। আমাদের আরও দাবি যে ওই সময় দায়িত্বরত অফিসারদের কাছ থেকে জবাবদিহি চাওয়া হোক এবং যথাযথ ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করা হোক।’‌ তিনি আরও বলেন, 'এই ঘটনাটি সম্ভবত সবচেয়ে দৃঢ় প্রমাণ যে আমরা দ্রুত অরাজকতায় নামছি‌। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, এলজি এবং পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ভারতের জাতীয় রাঝধানীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এটি ঘটেছে।’‌

চিদম্বরম আরও জানান যে সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে দায়মুক্ত গুরুতর ঘটনা। তিনি আরও বলেন, '‌এর চেয়ে বেশি জঘন্য ও লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না।’‌ জেএনইউয়ের ঘটনা নিয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন চিদম্বরম। তিনি পুলিশ কমিশনারকে এ বিষয়ে জবাবদিহি করার দাবি জানান। চিদম্বরম বলেন, '‌এই পরিকল্পিত হামলার বিষয়ে দিল্লি পুলিশের গোয়েন্দাদের কাছে খবর ছিল না? যদি তা না হয় তবে তাদের গোয়েন্দারা তথ্য সংগ্রহে ব্যর্থ এবং এই দায়বদ্ধতার ভার নিতে হবে। উভয় ক্ষেত্রেই পুলিশ কমিশনারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’‌

রবিবার দুপুরেই সংঘর্ষের স্ফুলিঙ্গ, সন্ধ্যায় বিরাট আকার নেয় জেএনইউয়ের হামলারবিবার দুপুরেই সংঘর্ষের স্ফুলিঙ্গ, সন্ধ্যায় বিরাট আকার নেয় জেএনইউয়ের হামলা

English summary
the jnu incident is strong evidence that society is moving towards anarchy said chidambaram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X