For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দু’‌দিন ধরে পাহাড়ের খাড়ায় আটকে যুবক!‌ উদ্ধার করল ভারতীয় সেনা

‌দু’‌দিন ধরে পাহাড়ের খাড়ায় আটকে যুবক!‌ উদ্ধার করল ভারতীয় সেনা

Google Oneindia Bengali News

গত দু’‌দিন ধরে জল–খাবার ছাড়া কেরলের পালাক্কাদ জেলার পাহাড়ের খাঁজে আটকে থাকা ২৩ বছরের যুবককে বুধবার সকালে উদ্ধার করল ভারতীয় সেনা। ভারতীয় সেনার একটি দল সেখানে পৌঁছায় এবং তাঁকে পাহাড় থেকে নামিয়ে আনে। এরপর দ্রুত তাঁকে জল ও খাবার দেওয়া হয়।

ভারতীয় সেনাকে ধন্যবাদ

ভারতীয় সেনাকে ধন্যবাদ

যদিও চড়াইয়ের সফর বেশ কঠিন ছিল এবং আর বাবু নামে ওই যুবক রাস্তায় প্রায়ই বিশ্রাম নিচ্ছিলেন। তবে তাঁকে উদ্ধার করার পর আর বাবু ভারতীয় সেনাদের ধন্যবাদ জানাতে ভোলেননি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। প্রায় ১২৭ ঘণ্টা পাহাড়ের খাঁজে আটকে থাকার পর ভারতীয় সেনা উদ্ধার করে আর বাবুকে।

বুধবার ভোরেই পৌঁছে যায় ভারতীয় সেনারা

বুধবার ভোরেই পৌঁছে যায় ভারতীয় সেনারা

বুধবার ভোরে ভারতীয় সেনার দু'‌টি দল পালাক্কাদ জেলায় ২৩ বছরের যুবককে উদ্ধার করার জন্য পৌঁছান। সোমবার ট্রেকিং করতে গিয়ে ওই যুবক আটকে পড়েন পাহাড়ের খাঁজে। এই দুই ভারতীয় সেনার দু'‌টি দলকে রাজ্য সরকার পাঠায়। ১২ জন জওয়ান সহ একটি দল উইলিংটনের মাদ্রাজ রেজিমেন্ট সেন্টারের, তাঁরা ঘটনাস্থলে এসে পৌঁছায় বুধবার ভোররাত ১.‌৩০ মিনিটে। এই দলটিতে যোগ্য পর্বত আরোহী কর্মী সহ বিশেষ যন্ত্রপাতি। ২২ জনের দ্বিতীয় দলটি বেঙ্গালুরুর প্যারাস্যুট রেজিমেন্ট সেন্টারের, তাঁদের প্রথম সুলুর থেকে আকাশপথে সেখানে পাঠানো হয়। এই দলটি বুধবার ভোর ৪টের সময় ঘটনাস্থলে আসেন।

অবশেষে উদ্ধার হয় যুবক

অবশেষে উদ্ধার হয় যুবক

বুধবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকে আর বাবুকে উদ্ধার করার অপারেশন শুরু করে ভারতীয় সেনা। এলাকায় নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয়েছিল এবং সুলুরু এয়ারবেসে হেলিকপ্টার দাঁড় করানো ছিল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বুধবার সকালে টুইট করে জানিয়েছিলেন যে ২৩ বছরের যুবককে উদ্ধারের জন্য ভারতীয় সেনারা জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কী ঘটেছিল

সোমবার এই ঘটনাটি ঘটেছিল। ওইদিন ২৩ বছরের বাবু ও তাঁর বন্ধুরা মিলে পালাক্কাদের চেরাদের কুরুমবাচি পাহাড়ে গিয়েছিলেন। পাহাড় থেকে নামার সময় বাবু পা পিছলে পড়ে যান এবং পাহাড়ের খাঁজে আটকে থাকেন। তাঁর বন্ধুরাও তাঁকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। এরপর বাবুর বন্ধুরা নীচে নেমে এসে পুলিশকে জানান গোটা বিষয়টি। স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা চালান। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। কোস্টগার্ডের একটি হেলিকপ্টার ওই যুবককে উদ্ধারে গিয়েছিল। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কোস্ট গার্ডের বিবৃতি অনুসারে, পাইলট হেলিকপ্টারটিকে পাহাড়ের গায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ভূখণ্ডের আকারের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। শেষে মিশন বাতিল করা হয়। আর বাবু এরপর দু'‌দিন জল ও খাবার ছাড়া সেখানেই আটকে ছিলেন।

ছবি সৌ:ভারতীয় সেনার ভিডিও

English summary
The young man was rescued by the Indian Army after being trapped on a hill in Kerala for the past two days,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X