For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ নাগরিকরাও এবার তিন বছর কাজ করতে পারেন ভারতীয় সেনায়, চলছে ‘ট্যুর অফ ডিউটির’ প্রস্তুতি

সাধারণ নাগরিকরাও এবার তিন বছর কাজ করতে পারেন ভারতীয় সেনায়, চলছে ‘ট্যুর অফ ডিউটির’ প্রস্তুতি

  • |
Google Oneindia Bengali News

দেশের সাধারণ নাগরিকদের এবার তিন বছরের জন্য ভারতীয় সেনা বাহিনীতে চাকরির আহ্বান জানানো হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই এর জন্য ট্যুর অফ ডিউটির পরিকল্পনা করেছে ভারতীয় সেনা। খুব শীঘ্রই একটি প্রস্তাব উত্থাপন করার সম্ভাবনা রয়েছে।

তিন বছরের জন্য কার্যকর হবে ট্যুর অফ ডিউটি

তিন বছরের জন্য কার্যকর হবে ট্যুর অফ ডিউটি

সূত্রের খবর, ওই প্রস্তাবে বলা হয়েছে, 'ট্যুর অফ ডিউটি' কর্মসূচির আওতায় সেনাবাহিনীতে যোগদান ও জাতির সেবা করার সুযোগ থাকবে একজন সাধারণ নাগরিকেরও। পাশাপাশি দেশের এক সামরিক মুখপাত্র এই বিষয়ে আলোচনার কথা নিশ্চিতও করেছেন। তিন বছরের জন্য এই ট্যুর অফ ডিউটি কার্যকর হবে বলে জানা যাচ্ছে।

শর্ট সার্ভিস কমিশনের অধীনেই হবে চাকরি

শর্ট সার্ভিস কমিশনের অধীনেই হবে চাকরি

সূত্রের খবর, সাধারণ নাগরিকদের জাতির সেবার সুযোগের জন্য তিন বছরের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হবে এই প্রস্তাবটির বাস্তবায়ন হলে। একইসাথে দেশের যুব সমাজকে আকৃষ্ট করতে শর্ট সার্ভিস কমিশনের অধীনেই এই চাকরি দেওয়া হবে বলে জানা যাচ্ছে। শর্ট সার্ভিস কমিশনের অধীনে কমপক্ষে একজন ব্যক্তি ১০ বছর পর্যন্ত চাকরি করতে পারেন বলেও জানা যাচ্ছে।

কর্মী ঘাটতি মিটাতেই নতুন নিয়োগের প্রস্তাব

কর্মী ঘাটতি মিটাতেই নতুন নিয়োগের প্রস্তাব

বর্তমানে ভারতীয় সেনায় কর্মী ঘাটতি মেটাতেই এই উদ্যোগের কথা ভাবা হচ্ছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনার ২০১৯ সালের স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট অনুসারে ভারতীয় সেনাবাহিনীর অফিসার ক্যাডারের ঘাটতি সেই ছিল প্রায় প্রায় ১৪ শতাংশ। একইসাথে বর্তমানে সেনাবাহিনীতে ৪২,২৩৩ জন কর্মকর্তা এবং ১১.৯৪ লক্ষ জওয়ান ছিলেন। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীতে দশ হাজার কর্মকর্তা ৫৭,৩১০ কর্মী ছিলেন।

সেনায় চাকরির স্বপ্নপূরণ হতে চলেছে অনেক ভারতীয় যুবকেরই

সেনায় চাকরির স্বপ্নপূরণ হতে চলেছে অনেক ভারতীয় যুবকেরই

সূত্রের খবর, গত কয়েকবছর ধরেই কর্মী সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল ভারতে সেনায়। তাই বর্তমানে কর্মী সংখ্যা বাড়ানোর দিকে জোর দিয়েছে সরকার। তিন বছরের এই সাময়িক চাকরির বিষটিকেও তাই অনেকটা গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে বলে খবর। তবে এই সুযোগে অনেক ভারতীয় যুবকেরই যে সেনাতে কাজের স্বপ্নপূরণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

সরকারের আর্থিক প্যাকেজে ভাবা হয়নি শ্রমজীবিদের কথা! মোদীর সেলফ রিলায়েন্সের ব্যাখ্যা দিলেন সেলিমসরকারের আর্থিক প্যাকেজে ভাবা হয়নি শ্রমজীবিদের কথা! মোদীর সেলফ রিলায়েন্সের ব্যাখ্যা দিলেন সেলিম

English summary
Ordinary citizens can also work in the Indian Army for three years this time, preparations for the 'Tour of Duty' are underway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X