For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চড়ছে চিন-ভারত উত্তেজনার পারদ, সীমান্তে উড়তে দেখা গেল বিধ্বংসী চিনুক চপারকে

চড়ছে চিন-ভারত উত্তেজনার পারদ, সীমান্তে উড়তে দেখা গেল বিধ্বংসী চিনুক চপারকে

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে ক্রমেই তীব্র হচ্ছে চিন-ভারত উত্তেজনার পারদ। লাদাখ সীমান্তে ততই প্রবল হচ্ছে যুদ্ধ সম্ভাবনা। দুই দেশই এই সপ্তাহের গোড়া থেকেই লাগাতার শক্তি প্রদর্শনে নেমেছে বলে জানা যাচ্ছে। এবার লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘোরাঘুরি করতে দেখা গেল ভারতীয় বায়ু সেনার অন্যতম বিধ্বংসী চিনুক যুদ্ধবিমানকে।

গত বছরেই আমেরিকা থেকে ভারতের হাতে আসে চিনুক

গত বছরেই আমেরিকা থেকে ভারতের হাতে আসে চিনুক

বর্তমানে পূর্ব বায়ুসেনা কমান্ডের হাতে রয়েছে এই চিনুক সিএইচ-৪৭-এর উড়ানের দায়িত্ব। এদিকে গত বছরই ভারতীয় বায়ুসেনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এই বিশেষ ক্ষমতাশালী চপার গুলি। গত বছর মার্চে আমেরিকার থেকে বেশ কিছু এই ধরণের চপার কেনে ভারত।

কী ধরণের কাজ দক্ষতার সঙ্গে করে চিনুক ?

কী ধরণের কাজ দক্ষতার সঙ্গে করে চিনুক ?

শত্র‌ুকে আক্রমণের পাশাপাশি অত্যন্ত দুর্গম পথে রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় হেভি কার্গো পরিবহণে সক্ষম এই হেলিকপ্টার। ভারতীয় বায়ুসেনার ১২৬ হেলিকপ্টার ফ্লাইট ইউনিটের মাধ্যমেই বর্তমানে চিনুকের কার্যক্রম পরিচালনা হয় বলে জানা যাচ্ছে।

চিনুক আসার পর বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়েছে

চিনুক আসার পর বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়েছে

পাশাপাশি এই অত্যাধুনিক কপ্টারগুলি ভারতের হাতে আসার ফলে রাশিয়ার মি-১৭, মি-১৬ এবং মি-৩৫ হেলিকপ্টারের ব্যবহার ভারত প্রায় অনেকটাই কমিয়ে এনেছে বলে বায়ুসেনা সূত্রে খবর। এই বিশেষ ক্ষমতাশালী কপ্টার গুলি ভারতে আসার ফলে তারপর থেকেই ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। সামারিক শক্তিতে বলীয়ান যেকোনও দেশই চিনুকের ব্যবহার করে বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।

কেমন ক্ষমতা এই ঘাতক চিনুকের ?

কেমন ক্ষমতা এই ঘাতক চিনুকের ?

এদিকে বায়ুসেনার মি-১৭ সিরিজের চপার গুলি চিনুকের থেকে অনেকটাই ছোট এবং অনেক কম সেনা ও অস্ত্রশস্ত্র পরিবহনে সক্ষম ছিল বলে জানিয়েছেন সেনা আধিকারিকেরা। ৪ হাজার কিলোর বেশি যুদ্ধাস্ত্র মি-১৭-র মাধ্যমে পরিবহন করা যেত না। ৪০ জনের বেশি সেনাও বসার জায়গা পেতেন না। সেখানে চিনুকের ক্ষমতা প্রায় ১০ হাজার কিলো। এবং ৫৫ জন সশস্ত্র সেনা পরিবহনেও সক্ষম।

লকডাউনের মাঝে এবার কেরল থেকে ১৭০ জন মহিলাকে বিমানে ওড়িশা ফেরত পাঠালেন সনু সুদ!লকডাউনের মাঝে এবার কেরল থেকে ১৭০ জন মহিলাকে বিমানে ওড়িশা ফেরত পাঠালেন সনু সুদ!

English summary
Indo-china tensions mount, devastating Chinook chopper seen flying over border,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X