For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়পুরে সাধুর ছিলাম থেকে করোনা আক্রান্ত ৩০০ ? আসল সত্যি জানুন

জয়পুরে সাধুর ছিলাম থেকে করোনা আক্রান্ত ৩০০ ? আসল সত্যি জানুন

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি একটি নিউজ পোর্টালে দাবি করা হয়ে জয়পুরে এক সাধুর গাঁজার ছিলাম থেকে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। সংক্রমিত হয়েছেন প্রায় ৩০০ জন। ওই নিউজ পোর্টাল সূত্রেই খবর, ঘটনাটি ঘটেছে জয়পুরের ট্রান্সপোর্ট নগরে।

জয়পুরে সাধুর ছিলাম থেকে করোনা আক্রান্ত ৩০০ ? আসল সত্যি জানুন

ওই প্রতিবেদনে স্পষ্টতই দাবি করা হয় সাধুর পাইপ দিয়ে নেশা করার কারণে কমপক্ষে ৩০০ জন করোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যদিও এই খবরটি সম্পূর্ণ রূপেই ভিত্তি হীন বলে জানা যাচ্ছে। এদিক দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় একাধিক ভুয়ো খবরে ছেয়ে গেছে। অনেক সময় অসচেতন ভাবে বিভ্রান্তিকর খবর ছড়াতে দেখা যাচ্ছে মূল ধারার বেশ কিছু সংবাদমাধ্যমকেও।

বর্তমানে জয়পুরের জেলা কালেক্টর সাফ জানিয়ে দিয়েছেন যে এই জাতীয় কোনও ঘটনাই ঘটেনি। এই সংবাদটি ভিত্তিহীন এবং ভুয়ো বলেও চিহ্নিত করেন। পাশাপাশি ট্রান্সপোর্ট নগরে অনেক খোঁজ চালিয়েওো এই ধরণের কোনও ঘটনা সামানে আসেনি বলেও সাফ জানান তিনি। পাশাপাশি এই জাতীয় কোনও প্রকার ভুয়ো খবরে কান না দিতেওো অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে।

English summary
The news of 300 peoples Corona infection from Jaipur saint’s chillam? Know the real truth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X