For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টি এ বছর কেমন হবে সারা দেশে, করোনা সংকটের মধ্যেই সুখবর দিল আইএমডি

এ বছর কেমন বৃষ্টি হবে সারা দেশে, করোনা সংকটের মধ্যেই সুখবর দিল আইএমডি

Google Oneindia Bengali News

করোনাভাইরাস সংকটের মধ্যে কৃষকদের জন্য সুসংবাদ বয়ে আনল আবহাওয়া দফতর। আইএমডি-র পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি বছরে স্বাভাবিক বর্ষা হবে। এই স্বাভাবিক বর্ষার পূর্বাভাসে কৃষকমহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এবার করোনার হানায় যে ক্ষতির মুখে পড়েছে দেশ, সেখানে কৃষির পক্ষে এই পূর্বাভাস সুখদায়ক বলে মনে করা হচ্ছে।

বৃষ্টিপাত হবে দীর্ঘমেয়াদী গড়ের ১০০ শতাংশ

বৃষ্টিপাত হবে দীর্ঘমেয়াদী গড়ের ১০০ শতাংশ

২০২০ সালের বর্ষা অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাত হবে দীর্ঘমেয়াদী গড়ের ১০০ শতাংশ, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর্থ বিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন জানিয়েছেন, একেবারে স্বাভাবিক বর্ষা হবে এ বছর। বড়জোর ৫ শতাংশ কম বা বেশি হতে পারে বৃষ্টির পরিমাণ।

বৃষ্টি নিয়ে হা-হুতাশ করতে হবে না

বৃষ্টি নিয়ে হা-হুতাশ করতে হবে না

তিনি বলেন, এই বছর আমরা সাধারণ বর্ষা দেখতে পাবো। পরিমাণগতভাবে ২০২০-র বর্যার মরশুমে মৌসুমী বৃষ্টিপাত হবে ১০০ শতাংশ। ফলে বৃষ্টি নিয়ে হা-হুতাশ করতে হবে না। সঠিক সময়েই বৃষ্টি হবে এবং প্রয়োজনমতে একেবারেই স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে এবার।

সঠিক সময়েই মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে

সঠিক সময়েই মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে

উল্লেখ্য, ভারতে বর্ষা শুরু হয় জুনে। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের বেশিরভাগ পরিমাণটাই হয় বর্ষার মরশুমে। জুনের মধ্যে কেরালায় মৌসুমী বায়ু প্রবেশ করে। তারপর কেরালাকে ভাসিয়ে পুরো দেশে ছড়াতে শুরু করে মৌসুমী বায়ু। শুরু হয় বর্ষা। আবার সেপ্টেম্বরে দেশ থেকে বিদায় নেয় মৌসুমী বায়ু।

কৃষিই এবার অর্থনীতির মূল ভিত্তি

কৃষিই এবার অর্থনীতির মূল ভিত্তি

এবার করোনার জেরে প্রবল ক্ষতির মুখে ভারতীয় রাজনীতি। পরিস্থিতি যা কৃষির উপরই এবার নির্ভর করতে হবে ভারতকে। ধান, গম, আখ এবং তেলবীজের মূল উৎপাদন হয় দেশে। কৃষিক্ষেত্র প্রায় ১৫ শতাংশ অর্থনীতির সহায়ক হয়। দেশের অর্ধেকেরও বেশি মানুষের কর্মসংস্থান এই কৃষিক্ষেত্রেই।

English summary
The Meteorological Department of India (IMD) has predicted a normal monsoon this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X