For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু’‌বছর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার শর্তে অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট

দু’‌বছর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার শর্তে অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছিল এক ব্যক্তি। এলাহাবাদ হাইকোর্ট এক আজব শর্তে অভিযুক্তের জামিন মঞ্জুর করল। আদালত জানিয়েছে, অভিযুক্তকে দু’‌বছর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে।

দু’‌বছর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার শর্তে অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট


সোমবার বিচারপতি সিদ্ধার্থ এই আদেশ দিয়েছে অভিযুক্ত অখিলেন্দের জামিনের আবেদনের ভিত্তিতে। এই অখিলেন্দ সোশ্যাল মিডিয়ায় আদিত্যনাথ সহ অন্যান্য গণ প্রতিনিধিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অপরাধে দেওরিয়াতে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। ১২ মে থেকে অখিলেন্দ জেলে ছিল এবং তার আইনজীবী আদালতে জানিয়েছিল যে তার মক্কেলকে মিথ্যা ফাঁসানো হয়েছে।

জামিন মঞ্জুর করার সময় বিচারপতি আদেশে বলেন, '‌আবেদনকারী দু’‌বছরের জন্য বা ট্রায়াল আদালতে যতদিন না এই মামলার মীমাংসা হচ্ছে ততদিন সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। অখিলন্দকে ব্যক্তিগত বন্ড ও জরিমানাও দিতে বলা হয়েছে। আদালত এও জানায়, আবেদনকারী তদন্ত বা বিচারের সময় সাক্ষীদের ভয় দেখিয়ে প্রসিকিউশন প্রমানে কোন হস্তক্ষেপ করবে না।

অনভয় আত্মহত্যা কাণ্ডে অর্ণব গোস্বামীর গ্রেফতারি অবৈধ, পর্যবেক্ষণ আদালতেরঅনভয় আত্মহত্যা কাণ্ডে অর্ণব গোস্বামীর গ্রেফতারি অবৈধ, পর্যবেক্ষণ আদালতের

English summary
The Allahabad High Court granted bail to a man on condition that he stay away from social media for two years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X