For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিপ্টোকারেন্সিতে ২৮ শতাংশ কর বসাতে চলেছে জিএসটি কাউন্সিল

ক্রিপ্টোকারেন্সিতে ২৮ শতাংশ কর বসাতে চলেছে জিএসটি কাউন্সিল

  • |
Google Oneindia Bengali News

দেশে পরোক্ষ করের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে জিএসটি কাউন্সিল৷ সূত্রের খবর জিএসটি কাউন্সিল তার পরবর্তী বৈঠকে ক্রিপ্টোকারেন্সিতে ২৮ শতাংশ কর বসানোর বিষয়ে আলোচনা করবে। এ বিষয়ে কেন্দ্র সরকারের দৃষ্টিভঙ্গি হল লটারি, ক্যাসিনো, রেসকোর্স এবং বাজির সঙ্গেই ক্রিপ্টোকারেন্সিগুলিকে সমান রাখা হবে৷ জানা গিয়েছে শীঘ্রই একটি জিএসটি কাউন্সিল মনোনীত আইন কমিটি এ বিষয়ে অনুমোদন চেয়ে জিএসটি কাউন্সিলের কাছে আবেদন করবে! এবং জিএসটি কাউন্সিল শীঘ্রই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত সমস্ত ক্রিয়াকলাপ এবং পরিষেবাগুলিতে ২৮ শতাংশ জিএসটি ধার্য করার প্রস্তাবটি গ্রহণ করতে পারে!

লটারি-ক্যাসিনোর পাশাপাশি এবার কর ক্রিপ্টোকারেন্সিতেও!

লটারি-ক্যাসিনোর পাশাপাশি এবার কর ক্রিপ্টোকারেন্সিতেও!

এবার লটারি, ক্যাসিনো, বেটিংয়ের পাশাপাশি একমঞ্চে ক্রিপ্টোকারেন্সিকে বসাতে চলেছে ভারত। পরোক্ষ ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ কমিটি তথা জিএসটি কাউন্সিলের বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে আগামী বৈঠকে জিএসটি কাউন্সিল ক্রিপ্টোকারেন্সির ওপর ২৮ শতাংশ জিএসটি চাপাতে চলেছে!

নতুন কী পদ্ধতি অবলম্বন?

নতুন কী পদ্ধতি অবলম্বন?

জিএসটি কাউন্সিল মনোনীত আইন কমিটি ক্রিপ্টোকারেন্সির ওপর ২৮ শতাংশ জিএসটি চাপানোর প্রস্তাব রাখতে চলেছে। কাউন্সিলের সামনে এই প্রস্তাব রাখার পর শুরু হবে আলোচনা। সেখানেই স্থির হবে ক্রিপ্টোকারেন্সির ওপর কর চাপানোর এই সিদ্ধান্ত নেওয়া কতটা যুক্তিযুক্ত৷ তবে সেই বৈঠক কবে অনুষ্ঠিত হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। এর আগে ২০২২ সালের অর্থনৈতিক বাজেটে ক্রিপ্টোকারেন্সির ওপর প্রায় ৩০ শতাংশ কর চাপানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই ঘোষণার পর আয়কর আইন ১৯৬১তে নতুন ১১৫ বিবিএইচ আইন যোগ করা হয়েছে। মূলত ভার্চুয়াল সম্পত্তির ওপর যাতে কর চাপানো যায়, তাই এই নতুন আইনের অন্তর্ভুক্তি।

ক্রিপ্টো নিয়ো ধোঁয়াশা রয়েছে দেশে!

ক্রিপ্টো নিয়ো ধোঁয়াশা রয়েছে দেশে!

এই মুহূর্তে বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির আইনত অবস্থান মোটেই স্পষ্ট নয়। চলতি বছরের বাজেটে ক্রিপ্টোকারেন্সির ওপর কর চাপানোর ঘোষণায় এই ট্রেডিং আইনের ছাড়পত্র পেয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রেও ধোঁয়াশা কাটেনি পুরোপুরি। নির্মলা সীতারামন জানিয়েছেন, ডিজিটাল মুদ্রার ওপর ট্যাক্স চাপানোর অর্থ তাকে আইনের ছাড়পত্র দেওয়া নয়৷

দেশে মূল্যবৃদ্ধি মাত্রাছাড়া!

দেশে মূল্যবৃদ্ধি মাত্রাছাড়া!

প্রসঙ্গত, বর্তমানে মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে ভারতীয় বাজার৷ পেট্রোপণ্য ছাড়াও একাধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে হু-হু করে৷ তবে এর মাঝেই আরও ১৪৩ টি দ্রব্যের ওপর কর বাড়াতে চাইছে জিএসটি কাউন্সিল। এর ফলে দাম বাড়তে চলেছে পারফিউম, চকোলেট, চুইংগাম, হ্যান্ডব্যাগ, চামড়াজাত দ্রব্য সহ একাধিক দ্রব্যের।

হারিয়ে গেলও চিন্তা নেই! নির্দিষ্ট নিয়মেই পাবেন ট্রেন যাত্রার ডুপ্লিকেট টিকিট, একনজরে উপায় হারিয়ে গেলও চিন্তা নেই! নির্দিষ্ট নিয়মেই পাবেন ট্রেন যাত্রার ডুপ্লিকেট টিকিট, একনজরে উপায়

English summary
The GST Council is going to impose 28 percent tax on cryptocurrency,says source
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X