For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত! শাহের হাতে 'প্রমাণ্য নথি' তুলে দিলেন জগদীপ ধনখড়

শাহের হাতে 'প্রমাণ্য নথি' তুলে দিলেন জগদীপ ধনখড়

  • |
Google Oneindia Bengali News

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল ধনখড়। এই বিষয়ে গত কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এরপরেই দিল্লিতে উড়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

১ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক

১ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল ধনখড়। এই বিষয়ে গত কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এরপরেই দিল্লিতে উড়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিল্লি গিয়ে একাধিক মন্ত্রকে গিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দীর্ঘক্ষণ রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে বৈঠক করেছেন। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন ধনখড়। যদিও এই বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্তব্য করতে নারাজ!

মন্তব্য করতে নারাজ!

তবে এদিন অমিত শাহের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে একেবারেই স্পিকটি নট রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকি তাঁর সোশ্যাল মিডিয়াতেও কোনও মন্তব্য করেননি তিনি। যা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে সূত্রের খবর, শুক্রবার সকালে সম্ভবত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। যদিও এখনও পর্যন্ত পিএমও কোনও সময় দেয়নি রাজ্যপালের জন্য। ফলে সাক্ষাৎ নিয়ে একটা জল্পনা থাকছেই। আর তা না হলেও সকালেই সম্ভবত কলকাতায় ফরতে পারেন রাজ্যপাল।

রাষ্ট্রপতিকে রিপোর্ট রাজ্যপালের

রাষ্ট্রপতিকে রিপোর্ট রাজ্যপালের

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। স্ত্রীকে সঙ্গে নিয়েই রাজভবনে যান রাজ্যপাল। ভোট পরবর্তী বাংলায় হিংসা সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট রাষ্ট্রপতির কাছে তুলে দেন রাজ্যপাল। বিস্তারিত ভাবে সমস্ত ঘটনার বিবরণ রাষ্ট্রপতিকে জানান রাজ্যপালের। সরকারের ভূমিকা নিয়েও কোবিন্দের কাছে কার্যত নালিশ ঠোকেন রাজ্যপাল। জানা গিয়েছে, রাজ্যপাল জগদীপ ধনখরকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাষ্ট্রপতি দিয়েছেন বলেই খবর।

গুরুত্ব দিতে নারাজ মমতা

গুরুত্ব দিতে নারাজ মমতা

তবে রাজ্যপালের এই দিল্লি সফরকে নিয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এই বিষয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, উনি তো ওদের(বিজেপির) লোক। দিল্লিতে কার সাথে দেখা করবেন তাঁর ব্যাপার। এই বিষয়ে আমি কি করে জানব। তবে বাংলায় কোনও সন্ত্রাস হচ্ছে না। রাজ্যপালের চোখে ন্যাবা হয়েছে বলে কটাক্ষ মমতার।

English summary
The Governor of West Bengal, Jagdeep Dhankhar met Union Home Minister Amit Shah today: Home Minister's Office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X