For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘টুকলিবাজদের শায়েস্তা করতেই’ সরকারি চাকরির পরীক্ষা এবার অনলাইনে

‘টুকলিবাজদের শায়েস্তা করতেই’ সরকারি চাকরির পরীক্ষা এবার অনলাইনে

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষাও এবার হতে চলেছে ইন্টারনেটে। সূত্রের খবর, এই অনলাইন কমন এন্ট্রানস টেস্টে বা সিইটি-তে নকল প্রতিরোধে থাকছে বিশেষ ব্যবস্থা।

টুকলিবাজদের শায়েস্তা করতেই অনলাইন সিইটির প্রস্তাব

টুকলিবাজদের শায়েস্তা করতেই অনলাইন সিইটির প্রস্তাব

কর্মকর্তারা বলছেন যে পরীক্ষার্থীরা যাতে সহজে টোকাটুকি করতে না পারেন তাই উত্তরের সমাধান পদ্ধতি, গাণিতিক পরিভাষা প্রতিক্ষেত্রেই বিশেষ ধরণের এনক্রিপশনের সাহায্য নেওয়া হবে। এই প্রসঙ্গে কর্ম দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘টুকলিবাজদের শায়েস্তা করতেই সিইটির নতুন ভাবে ডিজাইন করা হচ্ছে। তাই আর দেওয়াল ধরে কোনো বিল্ডিংয়ের উপরে উঠে বা জানলা দিয়ে টুকলির কাগজ পাস করে কোনো লাভ হবে না।"

উঠে আসে বিহারের বিভিন্ন পরীক্ষায় টোকাটুকির প্রসঙ্গ

উঠে আসে বিহারের বিভিন্ন পরীক্ষায় টোকাটুকির প্রসঙ্গ

এই প্রসঙ্গে কিছুদিন আগে বিহারে টোকাটুকির একটি ভাইরাল হওয়া ঘটনার কথা বলেন। যেখানে দেখা যায় বিহারের একটি স্কুলে পরীক্ষা চলাকালীন জানলার কার্নিশে ও পাঁচিলে উঠে জানলা পরীক্ষার উত্তর বলে দিচ্ছেন বা টুকলির কাগজ দিয়ে দিচ্ছেন। এদিকে সিইটি যদি অনলাই নির্ভর হয় তাহলে আগামীতে এর দ্বারা টোকাটুকি অনেকটাই রোধ করা যেতে পারে বলে মত ওয়াকিবহলামহলের। পাশাপাশি প্রথামিক স্তরে সাফল্য মিললে আরও একাধিক ক্ষেত্রে এই পরীক্ষা পদ্ধতি কার্যকরী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সিইটি পরিচালনার দায়িত্বে জাতীয় নিয়োগ সংস্থা বা এআরএ

সিইটি পরিচালনার দায়িত্বে জাতীয় নিয়োগ সংস্থা বা এআরএ

বর্তমানে এনআরএ বা জাতীয় নিয়োগ সংস্থা এই সিইটি পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে রেলওয়ে নিয়োগ বোর্ড, ব্যাঙ্কিং, স্টাফ সিলেকশন কমিশন সহ একাধিক ক্ষেত্রে গ্রুপ ‘বি' এবং ‘সি' পদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্বে থাকে এই সংস্থাটি।

English summary
Government Job Examination, Online Government Job Examination, duplicate fraud prevention system, Government job demand across the country, Railway recruitment test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X